South 24 Parganas News : উৎসব মুখর বাংলায় মলিন মাটির ঘর, আক্ষেপের সুর মৃৎশিল্পীদের গলায়
- Reported by:SUMAN SAHA
- hyperlocal
Last Updated:
মৃৎশিল্পীদের মাটির সরঞ্জাম এর চাহিদা থাকলেও। মাটির দাম বাড়ায় সেভাবে লাভের মুখ দেখতে পায়নি এ বছর পুজোতে।
দক্ষিণ ২৪ পরগনা: সাবে মাত্র শেষ হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো থেকে শ্যামা পুজো। তবে এই পুজোতে মাটির সরঞ্জাম এর চাহিদা থাকলেও মাটির দাম বাড়ায় সে ভাবে লাভের মুখ দেখতে পাইনি মৃৎশিল্পীরা। তার পাশাপাশি মানুষের রুচির পরিবর্তনের ফলে মাটির তৈরি সামগ্রীর স্থান দখল করে নিয়েছে প্লাস্টিক, এছাড়া নানান ধরনের আধুনিক সামগ্রী।
আরও পড়ুন: ব্লেড হাতে ছয় ছাত্রীর হুমকি! দক্ষিণেশ্বরের বালিকা বিদ্যালয়ে যা ঘটে গেল, তা দেখলে চমকাবেন
চাহিদা কম, কাঁচামালের চড়া মূল্য, প্রতিযোগিতায় টিকতে না পেরে কেমন যেন হারিয়ে যেতে বসেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ঐতিহ্যবাহী মৃৎশিল্প। আর যার কারণে ক্রমেই ঘনিয়ে আসছে এ পেশার আকাল। দক্ষিণ ২৪ পরগনার জয়নগর দক্ষিণ বারাসাত সমস্ত এলাকার পাল পাড়াতে গেলে দেখা যাবে এ পেশার অনেকেই এখন পৈতৃক পেশা ছেড়ে দিয়ে কেউ বা রিকশা চালান, আর কেউ বা দিনমজুরের কাজ করছেন। যারা এ পেশা ছাড়তে পারেননি, তারা আজও চালিয়ে যাচ্ছে।
advertisement
advertisement
এ প্রসঙ্গে এক মৃৎশিল্পীরা জানান, বর্তমানে মানুষের ব্যবহারিক জীবনে মৃৎশিল্পের আর বিশেষ ভূমিকা নেই। একটা সময় ছিল যখন মাটির তৈরি হাঁড়ি থালা বাসন, দেবদেবীর পুজোর সরঞ্জাম বিকল্প ছিল না। তাই এই শিল্পের ভবিষ্যৎ খুঁজে না পাওয়ার জন্য আজ আর প্রতিযোগিতায় টিকতে পারছে না। ফলে বাপ-দাদার পেশা ছেড়ে অনেকে অন্য পেশার দিকে ঝুঁকে পড়েছেন।
advertisement
শুধু দক্ষিণ ২৪ পরগনা নয়, গোটা দেশে এ পেশায় নেমে এসেছে নেমে এসেছে এক চরম বিপর্যয়। এই ঐতিহ্যকে ধরে রাখার ব্যাপারে কারো কোনো মাথাব্যথা নেই। অথচ এ শিল্পের মাধ্যমে একদিকে যেমন আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব, তেমনিভাবে প্রাচীন সভ্যতায় স্মরণীয় হয়ে থাকবে এ পেশাটি।
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 22, 2023 12:52 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News : উৎসব মুখর বাংলায় মলিন মাটির ঘর, আক্ষেপের সুর মৃৎশিল্পীদের গলায়