খবর প্রকাশের ২৪ ঘন্টার মধ্যে নড়েচড়ে বসল প্রশাসন! কাউন্সিলর নিজে দাঁড়িয়ে... হাসি ফুটল ঢালুয়াবাসীর মুখে

Last Updated:

লোকাল ১৮-এর খবরের জেরে গড়িয়ার ঢালুয়ায় শুরু হল রাস্তা সারাইয়ের কাজ।

+
ঢালুয়ায়

ঢালুয়ায় চলছে রাস্তা সারাইয়ের কাজ

সোনারপুর, দক্ষিণ ২৪ পরগণা, সুমন সাহা: গত কয়েকদিন আগে গড়িয়ার ঢালুয়ায় বেহাল রাস্তার জেরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয় লোকজনদের। তিন মাস ধরে কার্যত অবরুদ্ধ হয়েছিল  ওই এলাকা। সেই খবর লোকাল ১৮-এ প্রকাশিত হয়। লোকাল ১৮-এর খবরের জেরে এবার মিলল সাড়া। ঢালুয়ার রাস্তায় ফিরছে স্বস্তি। রাস্তা সারাই করতে তৎপর হয়েছে প্রশাসন। হাসি ফুটেছে স্থানীয়দের মুখে।
দীর্ঘদিন ধরে রাজপুর সোনারপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের ঢালুয়ায় রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছিলেন স্থানীয়রা। বর্ষায় কাদা, জল জমে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল গোটা এলাকা। টানা বর্ষায় রাস্তা ভেঙে বড় বড় গর্ত তৈরি হয়েছে। জমেছে জল। রাস্তা জুড়ে কাদা। ফলে সাধারণ মানুষ তো দূরের কথা, এলাকাতে ঢুকতে পারছিল না পরিষেবা প্রদানকারী কোন গাড়িও‌। আসা বন্ধ করে দিয়েছিল ময়লা ফেলার গাড়ি, পানীয় জল সরবরাহের গাড়ি, গ্যাস সিলিন্ডারের ডেলিভারি ভ্যান, এমনকি পুলকারও।
advertisement
আরও পড়ুনঃ ৩ কোটি হলেই সমস্যার সমাধান! হাঁটুসমান জমা জলের সমস্যা, বিক্ষোভ দেখাতে গিয়ে যা যা শুনলেন বাসিন্দারা
রাস্তার বেহাল দশার জেরে স্কুলগামী ছাত্রছাত্রীদেরও সমস্যায় পড়তে হচ্ছিল। সব মিলিয়ে দুর্ভোগ চরমে উঠেছিল। সেই দুরবস্থার চিত্র উঠে এসেছিল লোকাল ১৮ বাংলার প্রতিবেদনে। সংবাদ প্রকাশ হতেই এবার নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। শুরু হয়েছে রাস্তা সংস্কারের কাজ। এলাকা ঘুরে তদারকিতে নামেন ওয়ার্ডের কাউন্সিলর। নিজে দাঁড়িয়ে থেকে দেখেন কাজের অগ্রগতি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ স্টেশনে ট্রেন দাঁড়াতেই ধেয়ে এল ইট…! মাথা ফাটল আলির, কোনও রেষারেষি? ফাঁস কালো সত্য
তিনি জানান, “আমি এলাকার বাসিন্দাদের সমস্যার কথা জানি। নিকাশি ব্যবস্থা এবং পাইপ লাইনের কাজ শেষ হওয়ার পর কিছুটা সময় মাটি বসতে দেওয়ার প্রয়োজন ছিল। সেই কারণেই রাস্তা তৈরিতে সামান্য দেরি হয়েছে।” অবশেষে শুরু হয়েছে বহু প্রতীক্ষিত রাস্তা সংস্কার। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয়রা। তাঁদের স্পষ্ট কথা, “উন্নয়ন হোক, তবে যেন টেকসই হয়। কিছুদিন পর আবার এমন পরিস্থিতি ফিরে না আসে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনা ফের একবার দেখিয়ে দিল একটি শক্তিশালী প্রতিবেদন কতটা প্রভাব ফেলতে পারে সমাজে। প্রশাসন যখন তৎপর হয়, সমস্যার সমাধান হয়, মানুষের মুখে ফোটে হাসি। ঢালুয়াবাসীর দৈনন্দিন জীবনে এই ছোট অথচ গুরুত্বপূর্ণ পরিবর্তন তারই নিদর্শন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খবর প্রকাশের ২৪ ঘন্টার মধ্যে নড়েচড়ে বসল প্রশাসন! কাউন্সিলর নিজে দাঁড়িয়ে... হাসি ফুটল ঢালুয়াবাসীর মুখে
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement