West Bengal News: সকাল-সকাল পাথরপ্রতিমায় এক যুবককে ঘিরে শোরগোল, সকলের চোখ উপরের দিকে! কেন?

Last Updated:

West Bengal News: কোন কিছুতেই ওই যুবককে নামানো যাচ্ছে না। দমকল বিভাগ ও পাথরপ্রতিমা থানার পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
#পাথরপ্রতিমা: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থানার বনশ্যাম নগর এলাকায় একটি উঁচু বিদ্যুতের টাওয়ারে এক অজ্ঞাত পরিচয় যুবক উঠে বসে আছে। পুলিশ সূত্রে খবর, ওই যুবক মানসিক ভারসাম্যহীন। কোন কিছুতেই ওই যুবককে নামানো যাচ্ছে না। দমকল বিভাগ ও পাথরপ্রতিমা থানার পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন।
স্থানীয় মানুষদের একাধিক বার প্রচেষ্টায় কোনভাবেই ওই যুবককে আয়ত্তে আনা যাচ্ছে না। আজ সকালে এলাকার মানুষজনরা দেখতে পান উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের টাওয়ারে মানসিক ভারসাম্যহীন এক যুবক উঠে বসে আছে। পাথরপ্রতিমা থানার পুলিশ ও দমকল বিভাগের আধিকারিকরা ওই যুবককে বৈদ্যুতিক টাওয়ার থেকে নামানোর চেষ্টা চালাচ্ছে।
advertisement
advertisement
মাস দেড়েক আগে বাঁকুড়াতেও ঘটেছিল একই ধরনের ঘটনা। হঠাৎ বিদ্যুতের টাওয়ারে উঠে বসেছিলেন এক যুবক। ওই যুবককে নামাতেও মাথার ঘাম পায়ে ফেলতে হয় পুলিশ, দমকল এবং সিভিল ডিফেন্সের কর্মীদের। অবশেষে অক্লান্ত পরিশ্রম করে যুবককে নামানো সম্ভব হয়। এরপরও বহাল তবিয়তেই দেখা গিয়েছিল যুবককে। তবে এই ঘটনার জেরে তাকে আটক করে পুলিশ।
advertisement
ঘটনাটি ঘটেছিল বাঁকুড়ার শালতোড়া থানার শুকনি বাসা গ্রামে। সেখানে রয়েছে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের হাইটেনশন লাইন। সেখানেই উঁচু খুঁটিরই একেবারে মাঝখানে উঠে বসেন এক যুবক। তা দেখে গ্রামের মানুষ আতঙ্কে পড়ে যান। কারণ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বড় দুর্ঘটনা ঘটবে বলে মনে করতে থাকেন সকলে। এই ঘটনা দেখে স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ দফতরে, দমকলে এবং পুলিশে খবর দেন। ‌এরপর খবর দেওয়া হয় সিভিল ডিফেন্সকে। তারাই এসে নামান ওই যুবককে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: সকাল-সকাল পাথরপ্রতিমায় এক যুবককে ঘিরে শোরগোল, সকলের চোখ উপরের দিকে! কেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement