South 24 Parganas News: সুন্দরবন ঘুরতে এসে চরম সর্বনাশ! ৯০ হাজার টাকা সমেত ব্যাগ হারিয়ে ফেলেন পর্যটক, খুঁজে দিল পুলিশ
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
South 24 Parganas News: মালদহ থেকে সুন্দরবন বেড়াতে এসে ব্যাগ হারিয়ে ফেলেছিলেন ওই পর্যটক। অনেক খোঁজাখুঁজির পরেও ব্যাগ না পেয়ে গত শুক্রবার গোসাবা থানার দ্বারস্থ হন তিনি।
গোসাবা, দক্ষিণ ২৪ পরগনা, অনুপ বিশ্বাসঃ সুন্দরবন বেড়াতে এসে ব্যাগ হারিয়ে ফেলেছিলেন। সেখানে নগদ ৯০ হাজার টাকা সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিল। স্বভাবতই চিন্তায় পড়েছিলেন সুদীপ্ত দে নামের ওই পর্যটক। অবশেষে পুলিশের তৎপরতায় সেই ব্যাগ ফিরে পেলেন তিনি।
মালদহ থেকে সুন্দরবন বেড়াতে এসে ব্যাগ হারিয়ে ফেলেছিলেন সুদীপ্তবাবু। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। চারিদিকে খোঁজাখুঁজি করেও ব্যাগ না পেয়ে অবশেষে গত শুক্রবার গোসাবা থানার দ্বারস্থ হন তিনি। বন্ধুকে সঙ্গে নিয়ে থানায় একটি ডায়েরিও করেন।
আরও পড়ুনঃ ডুপ্লিকেট আঠায় ছেয়ে গিয়েছে বাজার! এবার অভিযানে নামল পুলিশ, ৪ দোকানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
বিষয়টি জানতে পেরে গোসাবা থানার ওসি ত্রিদিব মল্লিক দ্রুত পদক্ষেপ করেন। পাখিরালয় এলাকার সমস্ত লঞ্চ ও ভুটভুটি সহ আশেপাশের হোটেলগুলিতে এই বিষয়ে সতর্ক করা হয়। অবশেষে সোমবার সন্ধ্যায় হারিয়ে যাওয়া ব্যাগটির খোঁজ পাওয়া যায়। ব্যাগ উদ্ধার করে পর্যটকদের খবর দেন ওসি। ভিডিও কলে ব্যাগটি দেখানো হয়। নিজের হারিয়ে যাওয়া ব্যাগ চিনতে পারেন সুদীপ্তবাবু। মঙ্গলবার সন্ধ্যায় গোসাবা থানায় এলে পুলিশের তরফ থেকে সেই ব্যাগ তাঁকে ফিরিয়ে দেওয়া হয়।
advertisement
advertisement
সকলের সামনে নিজেই ব্যাগের তালা খোলেন মালদহের ওই পর্যটক। দেখা যায়, সেখানে নগদ ৯০ হাজার টাকা সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র সঠিক অবস্থাতেই রয়েছে। পুলিশের এই তৎপরতায় মুগ্ধ তিনি।
সুদীপ্তবাবু বলেন, “সুন্দরবনে বেড়াতে এসে জেটিতে ব্যাগ ফেলে চলে গিয়েছিলাম। চারিদিক খোঁজাখুঁজি করেও ব্যাগ পাইনি। অবশেষে থানায় আসি। গোসাবা থানার ওসি ও অন্যান্য পুলিশকর্মীরা সঙ্গে সঙ্গে উদ্যোগ নিয়ে ব্যাগ খুঁজে বের করেছেন। এই পুলিশকর্মীদের ধন্যবাদ জানাই।” এদিকে পর্যটকের হারিয়ে যাওয়া ব্যাগ খুঁজে দিতে পেরে খুশি গোসাবা থানার ওসি সহ অন্যান্য পুলিশকর্মীরাও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Dec 24, 2025 11:38 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: সুন্দরবন ঘুরতে এসে চরম সর্বনাশ! ৯০ হাজার টাকা সমেত ব্যাগ হারিয়ে ফেলেন পর্যটক, খুঁজে দিল পুলিশ









