South 24 Parganas News: জঙ্গলে পায়চারি করছে সুন্দরবনের রাজা! ফের পর্যটকদের ব্যাঘ্রদর্শন
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
South 24 Parganas News: সুন্দরবনে আবারও পর্যটকদের ক্যামেরায় ধরা পড়লো রয়েল বেঙ্গল টাইগার, উচ্ছ্বসিত পর্যটক দল হাসান লস্কর সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা।
সুন্দরবন: সুন্দরবনের অরণ্য যেন তার রাজাকে দেখাতেই বারবার সুযোগ করে দিচ্ছে। আবারও পর্যটকদের মোবাইল ক্যামেরায় ধরা পড়ল দুর্লভ রয়েল বেঙ্গল টাইগার। কলকাতা থেকে আসা পাঁচ সদস্যের এক পর্যটকদল কুলতলী হয়ে আজমলমারি জঙ্গলের পথে রওনা হয়েছিল। সেখানেই জঙ্গলের এক পাশ দিয়ে বাঘটিকে হেঁটে যেতে দেখা যায় রাজসিক ভঙ্গীতে। দূর থেকে হলেও পর্যটকেরা স্পষ্ট দেখতে পান বনের রাজাকে। সঙ্গে সঙ্গে মোবাইল ক্যামেরা অন করে সেই মুহূর্ত বন্দি করে ফেলেন তাঁরা।
আরও পড়ুনঃ দেশের ২৪৪ জেলায় ৭ মে মক ড্রিল! বাংলার কোন কোন জেলা আছে তালিকায়? যুদ্ধে নিজেদের বাঁচাতে কী করবেন?
ভিডিওতে দেখা যায়, গাছপালার ফাঁক দিয়ে ধীরে সুস্থে হাঁটছে একটি পূর্ণবয়স্ক রয়েল বেঙ্গল টাইগার। কোনও ভয় নেই, কোনও অস্থিরতা নেই যেন নিজের রাজত্বে নিশ্চিন্তে হাঁটছে সে। এই ঘটনায় চূড়ান্ত রোমাঞ্চিত পর্যটকরা। তাদের এক সদস্য উদ্দালক পাবলো জানিয়েছেন, “এটা আমাদের জীবনের সেরা মুহূর্ত। এত কাছ থেকে বাঘ দেখা এবং তা ক্যামেরায় বন্দি করা সত্যিই স্বপ্নের মতো লাগছে। বন দফতর সূত্রে জানা গেছে, এই সময়ে জঙ্গলে বাঘের দেখা পাওয়া সাধারণত কঠিন।
advertisement
আরও পড়ুনঃ শত্রুর প্রথম টার্গেট হতে পারে! দেশ জুড়ে ১০০ জেলাকে ‘স্পর্শকাতর’ চিহ্নিত করল কেন্দ্র, ২৫৪ বিশেষ স্পর্শকাতর ‘লোকেশন’ কোনগুলি?
তবে, বন সংলগ্ন এই পথেই মাঝেমধ্যেই বাঘ চলাফেরা করে। এই রকম ভিডিও বন দফতরের জন্যও গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে কাজ করে, যা বাঘের গতিবিধি পর্যবেক্ষণে সহায়ক। সুন্দরবনে বাঘ দেখা এখনও যেন এক অলৌকিক অভিজ্ঞতা। এই ঘটনা আবার প্রমাণ করল, প্রকৃতি নিজের রহস্যময় রূপ মাঝেমধ্যেই মানুষের সামনে খুলে দেয় তবে শুধুমাত্র ভাগ্যবানদের জন্য।
advertisement
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 06, 2025 4:53 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: জঙ্গলে পায়চারি করছে সুন্দরবনের রাজা! ফের পর্যটকদের ব্যাঘ্রদর্শন