ভাদ্র মাসে উৎসবে মুখরিত সুন্দরবন! বেহুলা লখিন্দরের স্মরণে প্রান্তিক এলাকার মান্দাস ভাসান শোভাযাত্রায় বিষাক্ত সব সাপের প্রদর্শনী! আর কী কী হয় এই উৎসবে?
- Published by:Aishwarya Purkait
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Sundarbans: সুন্দরবনের মৎস্যজীবী পরিবারের অন্যতম উৎসব মান্দাস ভাসান। কী এই মান্দাস ভাসান উৎসব? অনেকেই তা জানেন না। সাপের দেবী মা মনসাকে তুষ্ট করতে ভাদ্র মাসের প্রতি মঙ্গলবার ও শনিবার আয়োজিত হয় এই শোভাযাত্রা।
মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ভাদ্র মাস পড়লেই সুন্দরবনের প্রান্তিক এলাকার জনপদগুলি উৎসবে মুখরিত হয়ে ওঠে। এই সময় সুন্দরবনের মৎস্যজীবী পরিবারের সদস্যরা তাদের নিজস্ব লোকাচার মান্দাস ভাসান উৎসবে মাতে। বর্ণময় এই উৎসব নজর কাড়ে সকলের।
কী এই মান্দাস ভাসান উৎসব? অনেকেই তা জানেন না। এটি একটি লৌকিক উৎসব। সাপের দেবী মা মনসাকে তুষ্ট করতে আর বেহুলা-লখিন্দরের স্মরণে ভাদ্র মাসের প্রতি মঙ্গলবার ও শনিবার আয়োজিত হয় এই শোভাযাত্রা।
আরও পড়ুনঃ মাছ, মধু সংগ্রহে গিয়ে বাঘের শিকার! দক্ষিণরায়ের থাবা থেকে বাঁচতে সুন্দরবনের মৎস্যজীবীরা এক বিশেষ পথ অবলম্বন করেন, জানেন তা কী?
প্রাচীন বাংলার সুবিখ্যাত মঙ্গলকাব্য মনসামঙ্গলের কাহিনী অনুযায়ী বেহুলা লখিন্দরের ভেলা ভাসানোকে স্মরণ করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কথিত আছে, সাপের কামড়ে মৃত স্বামীর জীবন ফিরে পেতে বেহুলা ভেলা ভাসিয়েছিলেন নদীতে। সেই ভেলা এসে ঠেকে সুন্দরবনের নেতাধোপানী ঘাটে। এখান থেকেই স্বর্গে গিয়ে মৃত স্বামী লখিন্দরের জীবন ফিরিয়ে আনেন বেহুলা।
advertisement
advertisement
এই উপাখ্যানকে স্মরণ করে আজও সুন্দরবন জুড়ে বিভিন্ন নদ নদীতে চলে ভেলা ভাসানো। ভেলাতে দেওয়া হয় হাঁস। সমস্ত কিছুকে একসঙ্গে বলা হয় “মান্দাস ভাসান”। সুন্দরবন জুড়ে আয়োজিত হওয়া এই লৌকিক উৎসব আজও সমানভাবে জনপ্রিয়।
আরও পড়ুনঃ সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফিরছিলেন আচমকা ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ল… ক্ষতবিক্ষত শরীর! আতঙ্কে কাঁটা চা বাগান এলাকা
মথুরাপুরের বটীশ্বরের মান্দাস ভাসানো উৎসব সবচেয়ে বড়। এখানে প্রতিবছর প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ ভিড় করেন। এবছর সেখানে নিয়ে আসা হয়েছিল ঘোড়ার গাড়ি। উদ্যোক্তাদের পক্ষ থেকে পাঁচু গোপাল হালদার জানান, “এটাই অঞ্চলের সবচেয়ে বড় মান্দাস। স্থানীয় মানুষের ভক্তি ও ঐক্যের প্রতীক।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ ছাড়াও গাঙ্গেয় সুন্দরবনের একাধিক নদ, নদী, খালে এই মান্দাস ভাসান উৎসব চলে ভাদ্র মাস জুড়ে। সাধারণ মানুষজন বিপুল সংখ্যায় এই উৎসবে অংশগ্রহণ করেন। এই উৎসবে আনা হয় জীবন্ত সাপ। যা নজর কাড়ে সকলের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 04, 2025 10:09 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভাদ্র মাসে উৎসবে মুখরিত সুন্দরবন! বেহুলা লখিন্দরের স্মরণে প্রান্তিক এলাকার মান্দাস ভাসান শোভাযাত্রায় বিষাক্ত সব সাপের প্রদর্শনী! আর কী কী হয় এই উৎসবে?