ডাক্তারের স্টিকার লাগানো গাড়িতে পাচারের চেষ্টা! তল্লাশি চালাতেই বেরিয়ে এল...! গাড়িতে থাকা সবাইকে গ্রেফতার করল পুলিশ
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
South 24 Parganas News: গাড়িতে চালক সহ মোট পাঁচজন ছিলেন, তাঁদের গ্রেফতার করেছে পুলিশ
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা, অর্পন মন্ডলঃ ডাক্তারের স্টিকার লাগানো ব্যক্তিগত গাড়িতে গাঁজা পাচারের চেষ্টা। পুলিশের তৎপরতায় গাড়ি আটক করা হয়। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ১৭০ কেজি গাঁজা। রবিবার বারুইপুর আমতলা রোডের টংতলা এলাকায় ঘটনাটি ঘটেছে।
রবিবার আমতলা রোডের টংতলা এলাকায় গাড়িটি আটকায় পুলিশ। তল্লাশি চালিয়ে গাড়ির পিছনে মালপত্র রাখার জায়গা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া কিছু নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। গাড়িতে চালক সহ মোট পাঁচজন ছিলেন। তাঁদের গ্রেফতার করেছে পুলিশ। পাঁচটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুনঃ স্যুট-বুট পরে চারচাকা গাড়ি নিয়ে চুরি! হাওয়া হয়ে যাচ্ছে…! কোন্নগরে তাজ্জব কাণ্ড
পুলিশ জানিয়েছে, এনারা প্রত্যেকেই বারুইপুর এলাকার বাসিন্দা। ওড়িশার বেহরামপুর থেকে ওই গাঁজা নিয়ে গাড়িতে করে তাঁরা এলাকায় আসছিল। কী উদ্দেশ্যে এত গাঁজা নিয়ে আসা হচ্ছিল সেটা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
advertisement
ডাক্তারের স্টিকার লাগানো ব্যক্তিগত গাড়ি করে গাঁজা পাচারের চেষ্টা। পুলিশের তৎপরতায় সেই পরিকল্পনা ভেস্তে গেল। গাড়িটি আটকে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ গাঁজা। গাড়িতে থাকা চালক সহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গেই কিছু নগদ ও পাঁচটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 25, 2025 7:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ডাক্তারের স্টিকার লাগানো গাড়িতে পাচারের চেষ্টা! তল্লাশি চালাতেই বেরিয়ে এল...! গাড়িতে থাকা সবাইকে গ্রেফতার করল পুলিশ