South 24 Parganas News: বন্ধ করেছে নিজের বিয়ে, ১৬ বছরের কাশ্মীরা পেয়েছে 'বীরাঙ্গনা' পুরস্কার! মৌসুনির মেয়ের লক্ষ্য পুলিশের উর্দি
- Reported by:Nawab Ayatulla Mallick
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
South 24 Parganas News: নিজের বিয়ে নিজে আটকে মৌসুনির কাশ্মীরা খাতুন চায় পুলিশ হতে। এখন থেকে কাঁধে তুলে নিয়েছে একাধিক সামাজিক দায়িত্ব।
নামখানা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: নিজের বিয়ে নিজে আটকে মৌসুনির বীরাঙ্গনা চায় পুলিশ হতে। শুধু নিজের বিয়ে নয়, নিজের বন্ধু-বান্ধবীদের আঠারো বছর বয়সের আগে বিয়ে আটকানো সহ অন্যান্য সামাজিক কাজকর্ম করে ইতিমধ্যে নজর কেড়েছে মৌসুনির কাশ্মীরা খাতুন। প্রত্যন্ত একটি এলাকার মেয়ে হয়েও নিয়মিত ছোট থেকেই সমাজের চোখ রাঙানিকে সে অগ্রাহ্য করে এসেছে।
সেই কথা ইতিমধ্যে মুখে মুখে ঘুরছে মৌসুনি এলাকার বাসিন্দাদের মুখে। মৌসুনির বালিয়াড়াতে জন্ম কাশ্মীরার। বাড়িতে অভাব তাদের নিত্যসঙ্গী। সেই অবস্থার মধ্যেই কাশ্মীরার বিয়ের জন্য একাধিক প্রস্তাব আসে বাড়িতে। কিন্তু হায় মানেনি কাশ্মীরা। নিজের বিয়ে আটকানো ছাড়াও সে স্কুলছুট বাচ্চাদের স্কুলে ফেরানো সহ আরও একাধিক সামাজিক কাজ করে সে।
আরও পড়ুন : উখড়াবাসীদের জন্য সুখবর, তৈরি হতে চলেছে বহু অপেক্ষিত রোড ওভারব্রিজ! দূর হবে রেল গেট যন্ত্রণা
কোনও জিনিস শেখা আর বাস্তবের মাটিতে প্রয়োগ করে তার ব্যবহার করার যে প্রক্রিয়া তাতে অনেকদূর এগিয়ে গিয়েছে কাশ্মীরা। বর্তমানে কাশ্মীরার বয়স ১৬ বছর। সে চায় আরও পড়াশোনা করতে। চোখে স্বপ্ন পুলিশ হওয়ার। প্রথমে এই কাজ করতে গিয়ে বাধা এসেছিল বাড়ির লোকজনের কাছ থেকে। পরে বাধা দেয় প্রতিবেশীরাও। কিন্তু থেমে থাকেনি কাশ্মীরার যাত্রা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে রাজ্য সরকারের কাছ থেকে বীরাঙ্গনা পুরষ্কার পেয়েছে সে। এই পুরস্কার পেয়ে খুশি কাশ্মীরা খাতুন। খুশি মৌসুনি দ্বীপের স্থানীয় বাসিন্দারাও। কাশ্মীরা যে স্কুলে পড়ে সেই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরিন্দম মাইতি জানিয়েছেন কাশ্মীরার এই পুরষ্কার স্কুলের ছাত্র-ছাত্রীদের কাছে উদাহরণ হয়ে থাকল। তিনি কাশ্মীরার জীবনে সাফল্য কামনা করেছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Nov 28, 2025 12:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বন্ধ করেছে নিজের বিয়ে, ১৬ বছরের কাশ্মীরা পেয়েছে 'বীরাঙ্গনা' পুরস্কার! মৌসুনির মেয়ের লক্ষ্য পুলিশের উর্দি






