South 24 Parganas News: কৃষকবন্ধু প্রকল্পের সুবিধা পেতে ভয়ঙ্কর কারচুপি! জীবিতকে মৃত বানিয়ে টাকা হাতানোর প্ল্যান, ভেস্তে দিল হাইকোর্ট
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
South 24 Parganas News: সরকারি সুবিধা পেতে নাম ভাঁড়িয়ে, জীবিত হল মৃত। কৃষকবন্ধু ডেথ প্রকল্পের সুবিধা পেতেই ভুয়ো মৃত শংসাপত্র। ভুয়ো ডেথ সার্টিফিকেট খারিজ করে দিলেন হাইকোর্ট বিচারপতি।
দক্ষিণ ২৪ পরগনা কুলতলী, সুমন সাহা: সরকারি সুবিধা পেতে নাম ভাঁড়িয়ে, জীবিত হল মৃত। কৃষকবন্ধু ডেথ প্রকল্পের সুবিধা পেতেই ভুয়ো মৃত শংসাপত্র। ভুয়ো ডেথ সার্টিফিকেট খারিজ করে দিলেন হাইকোর্ট বিচারপতি। ডেথ সার্টিফিকেটের যাবতীয় রেকর্ড বাতিল করে, জীবিতকে জীবিতের মতো সমস্ত নথি সক্রিয় ভাবে ব্যবহার করার পদক্ষেপ নিতে নির্দেশ। দুই সপ্তাহের মধ্যে সবকিছু ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের চিফ রেজিস্ট্রার, জন্ম ও মৃত্যু এবং চিফ মেডিক্যাল অফিসার হেলথ, দক্ষিণ ২৪ পরগনাকে।
কুলতলী থানার তদন্ত রিপোর্টে সত্য ফাঁস। আদালতে পুলিশের রিপোর্ট দিয়ে জানায়, কুলতলী থানার গোপালগঞ্জ পঞ্চায়েত প্রধানের ডিজিটাল সই দিয়ে বানান হয় জীবিতের মৃত শংসাপত্র। শাবানা লস্করের নামে ওঠে ডেথ সার্টিফিকেট।
শাবানা লস্করের বাবা শাহাদুল লস্কর। বাবা ও মেয়ের নাম একই, গ্রাম একই। কিন্তু দাদুদের নাম আলাদা।
advertisement
আরও পড়ুন: ১০ টাকায় এক ডজন! মুর্শিদাবাদের মহিলাদের তাক লাগানো ছোট্ট বিজনেস আইডিয়া, অঢেল আয়ের মূলে বিশেষ পাঁপড়
advertisement
কৃষকবন্ধু প্রকল্পে সুবিধা নিতেই এক শাহাদল লস্কর অন্য শাহাদুলের মেয়ের নামে ডেথ সার্টিফিকেট বার করে। গোপালগঞ্জ পঞ্চায়েত প্রধান স্বীকার করে নিয়েছেন, পঞ্চায়েত সহায়িকা ভুল বুঝিয়ে তার ডিজিটাল সই ব্যবহার করে জাল ডেথ সার্টিফিকেট তুলেছে। ২৪/৪/২৫ মৃত্যু দেখান হয়, যার সার্টিফিকেট প্রদান হয় ১৫ মে ২০২৫।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
এ প্রসঙ্গে গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান জানান, “এই যে ডেথ সার্টিফিকেট সম্পূর্ণ অনলাইনে করা হয়েছে। অনলাইন আবেদন করার পর পঞ্চায়েতের যে জিপি কর্মী ছিলেন ডকুমেন্টগুলি সাবমিট করার সময় ডিজিটাল সিগনেচার হয়ে বেরিয়ে এসেছে। আদালত যে তথ্য চেয়েছে সেগুলি আমরা তা জমা করেছি এবং আগামী দিনে আরও তথ্য যদি আদালত চায় তা আমরা কোর্টের কাছে জমা করব।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
November 28, 2025 3:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: কৃষকবন্ধু প্রকল্পের সুবিধা পেতে ভয়ঙ্কর কারচুপি! জীবিতকে মৃত বানিয়ে টাকা হাতানোর প্ল্যান, ভেস্তে দিল হাইকোর্ট

