South 24 Parganas News: হাসপাতালই রোগের ডিপো, চিকিৎসা করাতে এসে আতঙ্কে রোগী-আত্মীয়রা! মাসে মাসে ৪০ হাজার টাকা গুনেও ক্যানিংয়ে নেই সুরাহা

Last Updated:

South 24 Parganas News: হাসপাতালই রোগের আঁতুড় ঘর, চরম নোংরা ও আবর্জনার স্তূপ জমে রয়েছে হাসপাতাল চত্বরে। মশা, মাছি ভনভন করছে।

+
ক্যানিং

ক্যানিং মহকুমা হাসপাতাল

দক্ষিণ ২৪ পরগনা,ক্যানিং, সুমন সাহা: হাসপাতালই রোগের আঁতুড় ঘর, চরম নোংরা ও আবর্জনার স্তূপ জমে রয়েছে হাসপাতাল চত্বরে। মশা, মাছি ভনভন করছে। এমনকি কুকুর, বিড়ালেও ছড়াচ্ছে সেই আবর্জনা। ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমা বিভাগের অনতি দূরে, শিশুদের বহিঃবিভাগের এক্কেবারে পাশেই দিনের পর দিন জমা হচ্ছে হাসপাতালে ব্যবহৃত রক্তমাখা গজ, গ্লাভস, সিরিঞ্জ-সহ আরও অন্যান্য অনেক কিছু চিকিৎসা সামগ্রী। কিন্তু এসব পরিস্কারের কোনও উদ্যোগই নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও তাঁদের আত্মীয়রা যথেষ্ট ক্ষুব্ধ এই ঘটনায়।
প্রায় এক মাস ধরে এই নোংরা আবর্জনা সরানো হচ্ছে না বলেই অভিযোগ। এদিকে প্রতিদিনই হাসপাতালের নতুন বর্জ্য এখানে এসে জমা পড়ছে। বর্জ্য রাখার ঘরগুলি ভর্তি হয়ে তা রাস্তায় ছড়াতে শুরু করেছে ইতিমধ্যেই। আর সেখান থেকেই কুকুর বিড়াল-সহ নানা ধরনের গবাদি পশুরা সেই আবর্জনার স্তূপ ঘাঁটছে। এদিকে মশা, মাছিও বসেছে সেই আবর্জনার স্তূপে। কিন্তু দিনের পর দিন এই ঘটনা ঘটলেও এই আবর্জনা পরিস্কারের কোন উদ্যোগ হাসপাতালের তরফ থেকে নেওয়া হচ্ছে না বলেই অভিযোগ।
advertisement
advertisement
এ প্রসঙ্গে হাসপাতাল সুপার বলেন, এক মাস ধরে ময়লা সংগ্রহ বন্ধ। যারা এই কাজ করে, তারা বলছে আবর্জনা ফেলার নাকি জায়গা নেই। যেটা ছিল সেটা ভরে গিয়েছে। চিকিৎসকদের দাবি, ফলে এতদিনে কয়েকশ কেজি বর্জ্য জমে গিয়েছে। হাসপাতালটি দিঘিরপাড় পঞ্চায়েত এলাকায় অবস্থিত।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পঞ্চায়েতই এই আবর্জনা সংগ্রহ করে ফেলার দায়িত্বে আছে। তারা অবশ্য একটি সংস্থাকে সেই কাজ করার বরাত দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে জঞ্জাল সাফাইয়ের জন্য মাসে ৪০ হাজার টাকা করে দিতে হয়। তবে পঞ্চায়েতে কঠিন বর্জ্য নিষ্কাশন ইউনিট তৈরির কাজ চলছে। সেটা হয়ে গেলে সমস্যা অনেকটাই মিটবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: হাসপাতালই রোগের ডিপো, চিকিৎসা করাতে এসে আতঙ্কে রোগী-আত্মীয়রা! মাসে মাসে ৪০ হাজার টাকা গুনেও ক্যানিংয়ে নেই সুরাহা
Next Article
advertisement
‘এক এক করে আমার সব সহ-অভিনেতা চলে যাচ্ছেন, এবার ধরমজিও চলে গেলেন...’, শোকাহত আশা পারেখ ভাগ করে নিলেন ধর্মেন্দ্রর স্মৃতি
এক এক করে আমার সব সহ-অভিনেতা চলে যাচ্ছেন, এবার ধরমজিও চলে গেলেন, শোকাহত আশা পারেখ
  • এক এক করে আমার সব সহ-অভিনেতা চলে যাচ্ছেন

  • এবার ধরমজিও চলে গেলেন

  • শোকাহত আশা পারেখ ভাগ করে নিলেন ধর্মেন্দ্রর স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement