South 24 Parganas News: রেললাইনে বসে হেডফোনে গল্প করতে মত্ত কিশোরী, কানে গেল না ট্রেনের আওয়াজ! মুহূর্তে ছিন্নভিন্ন দেহ

Last Updated:

South 24 Parganas News: রেললাইনে বসে কানে হেডফোন নিয়ে গল্পে মত্ত কিশোরীর ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বিদ্যাধরপুর স্টেশনের কাছে।

দুর্ঘটনাস্থল
দুর্ঘটনাস্থল
দক্ষিণ ২৪ পরগণা, সুমন সাহা: রেল লাইনের ওপর বসে কানে হেডফোন নিয়ে কথায় মত্ত ছিলেন এক কিশোরী। তারপরেই হল মর্মান্তিক ঘটনা। শোকোস্তব্ধ হয়ে পড়ল গোটা এলাকা। ট্রেনের ধাক্কায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় কিশোরীর দেহ। বুধবার এমনই মর্মান্তিক ঘটনা ঘটে শিয়ালদহ দক্ষিণ শাখার বিদ্যাধরপুর স্টেশনের কাছে।
এলাকাবাসীদের বক্তব্যে জানা গিয়েছে, শিয়ালদহ দক্ষিণ শাখা ক্যানিং শিয়ালদা লোকাল ট্রেন ক্যানিং থেকে শিয়ালদহর দিকে যাচ্ছিল। সেই সময় রেল লাইনের ওপরই কানে হেডফোন লাগিয়ে গল্পে ব্যস্ত ছিলেন ওই কিশোরী। ট্রেনের আওয়াজ শুনতে না পাননি। ফলে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই কিশোরীর। মৃত ওই কিশোরীর নাম দীপ্সা পাল(১৬) বাড়ি কালিকাপুর এলাকায়।
advertisement
advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন আগে দীপ্সা বিদ্যাধরপুর এলাকায় এক আত্মীয়র বাড়িতে এসেছিল। এরপরে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনারপুর রেল পুলিশ। সোনারপুর রেল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বলে জানা গিয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় রেললাইনে আশেপাশে বসবাসকারী এলাকাবাসীদের  সতর্ক করেছেন রেল পুলিশের কর্মীরা। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা মামনি দাস জানান, কানে হেডফোন দিয়ে রেল লাইনের ওপরে বসে ছিল ওই কিশোরী। হঠাৎ করে ট্রেন এসে ধাক্কা মারে। এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: রেললাইনে বসে হেডফোনে গল্প করতে মত্ত কিশোরী, কানে গেল না ট্রেনের আওয়াজ! মুহূর্তে ছিন্নভিন্ন দেহ
Next Article
advertisement
UPSC Success Story: ৪ বারের চেষ্টায় পশ্চিমবঙ্গ ক্যাডারের IAS অফিসার! বাসচালকের ছেলের সাফল্যের কাহিনি অবাক করবে!
৪ বারের চেষ্টায় পশ্চিমবঙ্গ ক্যাডারের IAS অফিসার! বাসচালকের ছেলের সাফল্যের কাহিনি অবাক করবে
  • মোইন আহমেদ চতুর্থ বারের চেষ্টায় UPSC 2022-এ ২৯৬ র‍্যাঙ্ক পেয়ে পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার হন.

  • উত্তরপ্রদেশ রোডওয়েজের বাসচালকের ছেলে মোইন কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ে আইএএস অফিসার হওয়ার স্বপ্ন পূরণ করেন.

  • দিল্লিতে UPSC কোচিংয়ের জন্য ২.৫ লক্ষ টাকার ঋণ নিয়ে মোইন কঠিন পরিস্থিতি মোকাবিলা করে সফল হন.

VIEW MORE
advertisement
advertisement