Howrah News: ব্যানার-পোস্টারের দখলে হাওড়া, মেয়াদ ফুরোলেও খোলার বালাই নেই! কড়া নির্দেশিকা চাইছে শহরবাসী

Last Updated:

Howrah News: হাওড়া শহরজুড়ে বাড়ছে ব্যানার পোস্টারের আধার। রাজনৈতিক ও অরাজনৈতিক পোষ্টারের আস্তরণ শহরজুড়ে।

+
শহর

শহর ঢেকেছে ব্যানারে

হাওড়া, রাকেশ মাইতি: ব্যানার পোস্টারে মুখ ঢাকছে ঋষি -মনীষীর মূর্তি। ব্যানারের অন্তরালে উদ্যান! হাওড়া শহরজুড়ে বাড়ছে ব্যানার পোস্টারের আধার। রাজনৈতিক ও অরাজনৈতিক পোষ্টারের আস্তরণ শহরজুড়ে। সারা বছর নানা অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যানার লাগানোর প্রবণতা বাড়ছে কলকাতার যমজ শহর হাওড়াতেও। মেয়াদ ফুরালেও খোলা হচ্ছেনা ব্যানার।
বিজ্ঞাপনের এই ব্যানার, পোস্টার দুর্ঘটনার কারণ হচ্ছে। আবার কোথাও দেখা যাচ্ছে নিকাশি নালায় পড়ে জল নিকাশি ব্যবস্থা ব্যাহত হচ্ছে। বর্তমানে হাওড়া শহর জুড়ে এই সমস্যা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। তাতেই শহরবাসীর ভোগান্তি বাড়ছে। শহরের ছোট-বড় রাস্তার পাশাপাশি পার্ক ও প্রতিষ্ঠানের দেওয়ালে পোস্টার ব্যানারের মোড়ক।
advertisement
advertisement
একাংশের অসচেতনতা এবং প্রশাসনের উদাসীনতার জেরেই এমন সমস্যা বলেই মনে করছেন অনেকে। এই ব্যানার পোস্টার যেমন কিছু স্থানকে ঢেকে দিচ্ছে। গাছের উপর পেরেক দিয়ে সাঁটিয়ে দেওয়া হচ্ছে ব্যানার। এর কুপ্রভাব পরিবেশের ওপরেও জোরদার। অন্যদিকে রাস্তার পার্শ্ববর্তীতে বড় বড় ব্যানার পোস্টার লাগানো হচ্ছে। ব্যানারে ব্যবহৃত কাঠ ভেঙে পড়ছে। আবার কোথাও ঝুলন্ত অবস্থায় থেকে দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অনেকেই দাবি করছেন, এই সমস্যার সমাধানের জন্য প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে। অধিকাংশ ক্ষেত্রে ব্যানার লাগাতে প্রশাসনের অনুমতি নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। শহরের যেকোনও স্থানে ব্যানার, পোস্টার লাগাতে প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক করা হোক। একইসঙ্গে মেয়াদ শেষ হলে ব্যানার, পোস্টার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে খুলে নেয়, এমন নির্দেশিকা খুবই প্রয়োজন বলেই মনে করছেন সকলে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: ব্যানার-পোস্টারের দখলে হাওড়া, মেয়াদ ফুরোলেও খোলার বালাই নেই! কড়া নির্দেশিকা চাইছে শহরবাসী
Next Article
advertisement
Haryana Basketball Player Death: অনুশীলনের সময় কোর্টেই মর্মান্তিক দুর্ঘটনা, হরিয়ানায় জাতীয় স্তরের বাস্কেটবল খেলোয়াড়ের মৃত্যু!
অনুশীলনের সময় মর্মান্তিক দুর্ঘটনা, হরিয়ানায় জাতীয় স্তরের বাস্কেটবল খেলোয়াড়ের মৃত্যু!
  • জাতীয় স্তরের বাস্কেটবল খেলোয়াড়ের মর্মান্তিক পরিণতি!

  • অনুশীলনের সময় ভেঙে পড়ল ধাতব পোল৷

  • মৃত্যু হল ১৬ বছর বয়সি বাস্কেটবল খেলোয়াড়ের৷

VIEW MORE
advertisement
advertisement