Agriculture News: বাম্পার ফলন পাবেন চাষিরা, লাভ বাড়বে কয়েকগুণ! এবার চাষিদের চিন্তা দূর করে সরকার নিয়ে এল নতুন প্রজাতির ধামাকা ধানের বীজ
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
Agriculture News: কৃষি ও গ্রামীণ চাষকে আর উন্নয়নমুখী করতে এবং এই সমস্ত এলাকায় পিছিয়ে পড়া কৃষকদের এগিয়ে নিয়ে যেতে সুফল ধান চাষের বীজ তুলে দেওয়া হল।
দক্ষিণ ২৪ পরগনা: কৃষি ও গ্রামীণ চাষকে আর উন্নয়নমুখী করতে এবং এই সমস্ত এলাকায় পিছিয়ে পড়া কৃষকদের এগিয়ে নিয়ে যেতে সুফল ধান চাষের বীজ তুলে দেওয়া হল। জয়নগর দু’নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কৃষকদের হাতে স্বল্প মূল্যের উন্নত বীজ ফল দেওয়া হল।

কৃষকদের বীজ প্রদান
advertisement
এই অংশগ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগরের বিধায়ক। কৃষকদের জানান হয়, সরকার উন্নত বীজ দিচ্ছে, যাতে কৃষকরা সঠিক চাষাবাদ করতে পারেন এবং ভাল ফল পান।
advertisement
আরও পড়ুন: ৩০০ মিটারেই যত ঝামেলা! এই দূরত্ব পার করতেই ভাঙছে হাত-পা, ফাটছে মাথা! নাম খারাপ হচ্ছে গঙ্গাসাগরের
এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগরে স্থানীয় বিধায়ক ও জয়নগর পঞ্চায়েত সমিতির সভাপতি এছাড়া জয়নগর দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির খাদ্যাধ্যক্ষ। তিনি জানান, “কৃষকবন্ধু প্রকল্পের মাধ্যমে এই বীজ প্রদান করা হয় রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী।” এদিনের বীজ পেয়ে উপকৃত হয় এই সমস্ত এলাকার কৃষকরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বীজ পাওয়ার ফলে চাষের ক্ষেত্রে এবং এই সময় মৌসুমি আবহাওয়াতে সময়মত বীজ রোপণ করতে পারবেন। এই বীজ এই সমস্ত এলাকায় কৃষিক্ষেত্রে এক বিপ্লব। সাধারণত এই সমস্ত সুন্দরবন এলাকা বেশিরভাগ ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগের জন্য ধানের বীজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বীজ নষ্ট হয়ে যায়। তাই সরকারের পক্ষ থেকে এই বীজ পাওয়াতে অনেকটাই উপকারে আসবে বলে মনে করছেন এই সমস্ত এলাকার কৃষকরা।
advertisement
সুমন সাহা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 19, 2025 1:57 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Agriculture News: বাম্পার ফলন পাবেন চাষিরা, লাভ বাড়বে কয়েকগুণ! এবার চাষিদের চিন্তা দূর করে সরকার নিয়ে এল নতুন প্রজাতির ধামাকা ধানের বীজ