প্রশাসনের নিষেধাজ্ঞা, তবুও ইলিশ ধরার জালে চলছে 'এই' সাংঘাতিক কাজ! কাকদ্বীপে ভয়ঙ্কর অভিযোগ

Last Updated:

প্রশাসনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে চলছে বেআইনি কাজ। ভয়ঙ্কর অভিযোগ মৎস্যজীবীদের বিরুদ্ধে।

কাকদ্বীপে চলছে মাছ ধরার কাজ
কাকদ্বীপে চলছে মাছ ধরার কাজ
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, বিশ্বজিৎ হালদার: হাঙর ধরার উপরে কড়াকড়ি ভাবে নিষেধাজ্ঞা রয়েছে মৎস্য দফতরের। এমনকি মৎস্যবন্দরগুলিতে রয়েছে পোস্টার, সেখানে ছবি দিয়ে উল্লেখ রয়েছে কী কী মাছ ধরা নিষিদ্ধ। তার পরেও দিনের পর দিন ছোট হাঙরগুলোকে নিধনের কাজ করে যাচ্ছেন বেশ কিছু অসাধু মৎস্যজীবী। এমনই ছবি ধরা পড়ল নামখানা নারায়নপুর মৎস্যবন্দরে। দেখা গেল ট্রলার থেকে বেশ কিছু ছোট মাছের পাশাপাশি ক্যারেট ভর্তি ছোট হাঙর ভুটভুটি নৌকাতে করে নিয়ে আসা হচ্ছে। ক্যামেরা দেখেই মাছগুলিকে লুকিয়ে ফেলার জন্য ব্যস্ত হয়ে পড়েন মৎস্যজীবীরা।
হাঙর
হাঙর
advertisement
এই সব হাঙর কোন ট্রলার থেকে এসেছে জিজ্ঞাসা করলে কোনও উত্তর না দিয়ে মাছগুলিকে লুকিয়ে ফেলতে ব্যস্ত মৎস্যজীবীরা। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে তাহলে দিনের আলোতে এই ভাবে হাঙর নিধন করে নিয়ে আসছে মৎস্যজীবীরা? কোথায় মৎস্য দফতর ও বন দফতরের নজরদারি। এমন কী কাকদ্বীপে বিভিন্ন মাছের বাজারগুলোতে দেদার ভাবে বিক্রি হচ্ছে হাঙর। এই ভাবে চলতে থাকলে কিছু দিনের মধ্যে সমুদ্রে বাস্তু তন্ত্র ভেঙে পড়বে এমন ইঙ্গিত দিয়েছেন বিজ্ঞান মঞ্চের তরফে। মৎস্যজীবী সংগঠনের তরফে প্রশাসনকে একটু কঠোর কর্মসূচি নেওয়ার কথা বলা হয়েছে।
advertisement
প্রশাসনের তরফে জানানো হয়েছে, বড় হাঙর আর ধরা পড়ে না। ছোট ছোট কিছু হাঙর ধরা পড়ে অন্যান্য মাছ ধরার সময়। তবে বাস্তুতন্ত্রকে রক্ষা করার জন্য যাতে তা বাজারজাত না হয় সেদিকে নজর রাখা হবে।
advertisement
অন্যদিকে জানা যাচ্ছে, বর্তমানে যে সকল ছোট হাঙর ধরা পড়ছে সেগুলি ইলিশ ধরার জালে ধরা পড়ছে। মৎস্যজীবীরা ইচ্ছাকৃতভাবে এই সকল হাঙর ধরে না বলেই দাবি করা হচ্ছে বিভিন্ন মহলের তরফে। তবে এই সকল দিকগুলিতেও নজর রাখা দরকার বলেও দাবি করছে সংশ্লিষ্ট মহল।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
প্রশাসনের নিষেধাজ্ঞা, তবুও ইলিশ ধরার জালে চলছে 'এই' সাংঘাতিক কাজ! কাকদ্বীপে ভয়ঙ্কর অভিযোগ
Next Article
advertisement
Success Story: বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁরাই ১০০ কোটি টাকার ব্যবসা পরিচালনা করছেন
বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন, এখন তাঁদেরই ১০০ কোটি টাকার ব্যবসা !
  • বেঙ্গালুরুর দুই বোনের কাজ দেখে দোকানদাররা হাসতেন

  • এখন তাঁদেরই ১০০ কোটির ব্যবসা !

  • জেনে নিন তাঁদের সাফল্যের কাহিনি

VIEW MORE
advertisement
advertisement