রাতের অন্ধকারে দাউ দাউ করে জ্বলে উঠল ২ তৃণমূল নেতার বাড়ি! ভয়ঙ্কর কাণ্ড, কীভাবে ঘটল? খতিয়ে দেখছে পুলিশ
- Published by:Madhab Das
- local18
Last Updated:
একই জায়গায় পাশাপাশি থাকা দুই তৃণমূল নেতার বাড়ি ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত। দুটি বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে।
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, শংকর রাই: একই জায়গায় পাশাপাশি থাকা দুই তৃণমূল নেতার বাড়ি ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত। দুটি বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়ে গিয়েছে বলেই জানা যাচ্ছে। প্রশ্ন হল কোথায় ঘটল এমন ঘটনা, এমন অগ্নিকাণ্ডের পিছনে কী রয়েছে কারণ?
শুক্রবার রাতে পাশাপাশি থাকা দুই তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ আগুন! বিধ্বংসী অগ্নিকাণ্ডে দুটি বাড়িরই সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে বলে দাবি। যদিও বর্তমানে দু’টি বাড়িতেই কেউই বসবাস না করায় দুই পরিবারেরই কোনও সদস্য আহত হননি বলে পুলিশ সূত্রে জানা গেছে। শুক্রবার রাতে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের দাঁতন-২ নং ব্লকের সাবড়া এলাকায়।
advertisement
advertisement
পুলিশ ও স্থানীয় সূত্রে এও জানা গিয়েছে, শুক্রবার রাত ১০টা সাড়ে ১০টা নাগাদ খইরুল বসার খান ওরফে বাবুল খান নামে তৃণমূলের জেলা পরিষদের সদস্যের বাড়িতে প্রথমে আগুন লাগে। নিমেষের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশেই থাকা দাঁতন-২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ ইফতেকার আলির বাড়িতে। পাশাপাশি থাকা বাড়ি দু’টি দাউ দাউ করে জ্বলতে থাকে।
advertisement
তবে, দু’জনেরই ওই বাড়ি দুটি পৈত্রিক ভিটে। কিছুটা অদূরেই তাঁরা নতুন বাড়ি তৈরি করেছেন। ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। যদিও এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ছুটে আসেন ইফতেকার, বাবুলরাও। আগুন নেভানোর কাজে হাত লাগান সকলে মিলে। সেইসঙ্গেই খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। পশ্চিম মেদিনীপুরের ওই এলাকার স্থানীয়দের সহায়তায় পুলিশ ও দমকলকর্মীরা যৌথভাবে আগুন নেভানোর কাজ শুরু করলেও, ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লাগে। ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেনও।
advertisement
আগুন নেভানোর কাজ চলার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে তদন্ত। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাবুলের বাড়ির দোতলায় থাকা একটি ফ্রিজ থেকে কোনওভাবে শর্ট সার্কিট হয়। সেখান থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। ঠিক কীভাবে ফ্রিজে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
October 11, 2025 9:53 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাতের অন্ধকারে দাউ দাউ করে জ্বলে উঠল ২ তৃণমূল নেতার বাড়ি! ভয়ঙ্কর কাণ্ড, কীভাবে ঘটল? খতিয়ে দেখছে পুলিশ