মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তে জবরদস্ত বন্দোবস্ত পুলিশের! স্বস্তিতে বাসিন্দারা, রাতের ঘুম উড়ছে দুষ্কৃতকারীদের
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Tanmoy Mondal
Last Updated:
অপরাধ আরও কমবে এমনটাই আশা করা হচ্ছে। জঙ্গিপুর ফাঁড়ির অন্তর্গত সেকেন্দার গ্রাম পঞ্চায়েতের খেজুরতলা ঘাট, নবাব জাগির, মিঠিপুর সীমান্তবর্তী এলাকা, লালখানদিয়ার, সহ একাধিক এলাকায় এই নজরদারি চালানো হবে বলেই জানা গিয়েছে।
রঘুনাথগঞ্জ, তন্ময় মণ্ডল: জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে এবার সীমান্তবর্তী এলাকাতে আরও নজরদারি আরও বৃদ্ধি করল পুলিশ। বসল সিসিটিভি ক্যামেরা। রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জঙ্গিপুর ফাঁড়ির বিস্তীর্ণ এলাকা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। এবার সেই এলাকাতেও বিশেষ নজরদারি চালানোর উদ্দেশ্যেই জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে জঙ্গিপুর ফাঁড়িতে সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল রুম চালু করা হল আনুষ্ঠানিক ভাবে।
প্রায় ৫০টির ওপর সিসিটিভি ক্যামেরা লাগানো হল ভারত বাংলাদেশ সীমান্তবর্তী একাধিক এলাকায়। ফলে এলাকায় অপরাধ আরও কমবে এমনটাই আশা করা হচ্ছে। জঙ্গিপুর ফাঁড়ির অন্তর্গত সেকেন্দার গ্রাম পঞ্চায়েতের খেজুরতলা ঘাট, নবাব জাগির, মিঠিপুর সীমান্তবর্তী এলাকা, লালখানদিয়ার, সহ একাধিক এলাকায় এই নজরদারি চালানো হবে বলেই জানা গিয়েছে।
advertisement
advertisement
জানা গিয়েছে, মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী যেসব এলাকায় এখনও কাঁটাতার নেই, সেসব গ্রামে নজরদারি বাড়াতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সীমান্ত এবং সংলগ্ন গ্রামগুলোতে চলাচলের উপর কড়া নজরদারি চালানো হবে। নিরাপত্তার কারণে ক্যামেরাগুলির অবস্থান প্রকাশ করা হবে না। অতীতে এই জায়গা দিয়েই অনুপ্রবেশ ও অপরাধমূলক কাজের বহু ঘটনা ঘটেছে। তাই সিসিটিভি ক্যামেরার উপর জোর দেওয়া হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জঙ্গিপুর পুলিশ সুপার অমিত কুমার সাউ, তিনি এই সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করেন। আগামী দিনে এলাকায় অপরাধ কমানো এক প্রধান কাজ। জঙ্গিপুর পুলিশ জেলাতে এখনও পর্যন্ত ৯০০টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে অপরাধ দমন করার জন্য। এখন সীমান্তবর্তীতে সিসিটিভি বসিয়ে এলাকায় অপরাধের উপর নজরদারি চালানো হবে বলেই পুলিশ জানিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
October 10, 2025 7:55 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মুর্শিদাবাদে ভারত-বাংলাদেশ সীমান্তে জবরদস্ত বন্দোবস্ত পুলিশের! স্বস্তিতে বাসিন্দারা, রাতের ঘুম উড়ছে দুষ্কৃতকারীদের