Baruipur Firecracker Hub: মুখ্যমন্ত্রী শিলান্যাস করেন, বারুইপুরে এখনও চালু হল না কোটি টাকার বাজি সেলিং হাব! ব্যবসায়ীরা ক্ষুব্ধ, কী বলছেন বিধায়ক?

Last Updated:

Baruipur Firecracker Hub: বারুইপুরে ২ কোটি ৪৮ লক্ষ ৯৭ হাজার টাকায় এই বাজি সেলিং হাব নির্মিত হচ্ছে। গত বছর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শিলান্যাস করেছিলেন।

বাজি
বাজি
চম্পাহাটি, সুমন সাহাঃ বারুইপুরের কাটাখাল-উত্তরভাগ বাইপাসে ২০২৪ সালে আতশবাজি বিক্রির জন্য সেলিং হাবের শিলান্যাস হয়েছিল। ৪৮০টি সবুজ বাজি বিক্রির দোকান নির্মাণের পরিকল্পনা করেছিল রাজ্যের ক্ষুদ্র শিল্প দফতর। এর মধ্যে প্রথম পর্যায়ে মাত্র ৪২টি দোকান তৈরি হলেও তা চালু না হয়ে পড়ে রয়েছে। বাকি দোকান কবে তৈরি হবে তাও জানেন না ব্যবসায়ীরা। ফলে তাঁরা বেজায় ক্ষুব্ধ।
বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার অবশ্য বলেন, বিষয়টি নজরে আছে। আমরা দেখছি। বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর পঞ্চায়েতের কাটাখাল-উত্তরভাগ বাইপাসে খালের ধারে ২ কোটি ৪৮ লক্ষ ৯৭ হাজার টাকায় এই সেলিং হাব নির্মিত হচ্ছে। গত বছর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শিলান্যাস করেছিলেন। তার কয়েক দিনের মধ্যেই তড়িঘড়ি কাজ শুরু যায়।
advertisement
আরও পড়ুনঃ ৪০০ বছরের ঐতিহ্য, আদি গঙ্গার পাড়ে যজ্ঞেশ্বরী কালীপুজো! জঙ্গল নেই, তবুও আজও নির্জন পরিবেশ
কয়েকটি দোকান তৈরি হয়ে রঙের প্রলেপও পড়েছে। মোট ৬২ বিঘা জায়গা জুড়ে এই হাব তৈরি হচ্ছে। বারুইপুর ব্লকের সাউথ গড়িয়া, বেগমপুর, চম্পাহাটি পঞ্চায়েতের ১ লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই বাজি শিল্পের উপর নির্ভরশীল। এছাড়াও উত্তর পুড়িতে ম্যানুফ্যাকচারিং ইউনিট গড়ে তোলার জন্য প্রশাসন থেকে জায়গা দেখা হলেও কাজ এগোয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের।
advertisement
advertisement
বাজি ব্যবসায়ী অর্জুন মণ্ডল বলেন, সেলিং হাব দ্রুত চালু হলে অনেক মানুষ উপকৃত হত। আমরাও প্রশাসন ও ক্ষুদ্র দফতরের কাছে বারংবার আবেদন জানিয়েছি, দ্রুত কাজ হোক। বিধায়ক নিজে উদ্যোগ নিয়েছেন। তারপরেও কেন কাজ পিছিয়ে যাচ্ছে বলতে পারছি না।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Baruipur Firecracker Hub: মুখ্যমন্ত্রী শিলান্যাস করেন, বারুইপুরে এখনও চালু হল না কোটি টাকার বাজি সেলিং হাব! ব্যবসায়ীরা ক্ষুব্ধ, কী বলছেন বিধায়ক?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement