North 24 Parganas News: দলিল-পরচা বা দাগ-খতিয়ান! পড়ুয়াদের ভূমি ব্যবস্থাপনার পাঠ ভূমি দফতরের আধিকারিকদের

Last Updated:

কলেজ পড়ুয়া থেকে এলাকার মানুষদের ভূমি ব্যবস্থাপনা ও জরিপের মৌলিক বিষয়াদি সম্পর্কে পরিচয় করিয়ে দিতে রাজ্য সরকারের ভূমি দফতরের উদ্যোগে কর্মশালা।

+
কর্মশালা 

কর্মশালা 

উত্তর ২৪ পরগনা : ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে ছাত্র-ছাত্রীদের পাঠ ভূমি দফতরের আধিকারিকদের। শিক্ষার্থীরা পাঠক্রম অনুযায়ী পড়াশোনা করলেও অনেক সময় জমির জনসংক্রান্ত ব্যবস্থা বা ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে তাদের কাছে অনেকটাই অজানা থাকে। স্কুল জীবন থেকে কলেজ জীবনে পদার্পণ করলেও ভূমি ব্যবস্থাপনা সম্পর্কে না জানলে ভবিষ্যতে অনেক সমস্যা সম্মুখীন হতে পারে। সেজন্য কলেজ পড়ুয়া থেকে এলাকার মানুষদের ভূমি ব্যবস্থাপনা ও জরিপের মৌলিক বিষয়াদি সম্পর্কে পরিচয় করিয়ে দিতে রাজ্য সরকারের ভূমি দফতরের উদ্যোগে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখার বামুনপুকুর হুমায়ুন কবীর মহাবিদ্যালয়ে বিশেষ প্রশিক্ষণের জন্য কর্মশালার আয়োজন করা হয়।
প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সব নাগরিকের ভূমির সঙ্গে সম্পর্ক রয়েছে। আবার, প্রাপ্তবয়স্ক হওয়ার পর ক্রয় কিংবা উত্তরাধিকার সূত্রে জমির মালিক হওয়ার সময় দেখা যায় বেশিরভাগ মানুষেরই ভূমি ব্যবস্থাপনার মৌলিক বিষয়েও ন্যূনতম ধারণা থাকে না। অনেক ক্ষেত্রে জমি কেনা বেচা, দলিল কিভাবে তৈরি করতে হয়, অথবা পর্চা, দাগ নম্বর কিভাবে বার করতে হয় এ নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। জমি ক্রয়ের ক্ষেত্রে করণীয়’ এবং ‘জমি ক্রয়ের পর যা করণীয়’ অংশে মূলত নতুনভাবে জমির মালিকানা লাভের পর করণীয় ও বর্জনীয় ব্যাপারে সাধারণ পরামর্শ দেওয়া হয়েছে। সমস্যা সমাধানে ভূমি দফতরের অফিসে গেলে কিভাবে সমস্যার সমাধান করতে হবে বুঝতে না পেরে দালাল চক্করে পড়েন।
advertisement
advertisement
আরও পড়ুন: Chandra Gochar 2024 Lucky Zodiacs: রাত পোহালেই চন্দ্রের ধূম ধামাকা! বড়দিন থেকেই সোনা দিয়ে বাঁধানো কপাল ৩ রাশির, বিলাসিতায় ভরা জীবন
এই সমস্যা সমাধানে নিজেরাই কিভাবে কাজগুলি করতে পারবেন সে নিয়ে ছাত্র-ছাত্রীদের পাঠ দেন ভূমি দপফতরের আধিকারিকরা। এ ধরনের মৌলিক ভূমি জ্ঞান প্রদান একটি অধিকতর অবহিত ও সচেতন স্মার্ট সমাজ গঠনে অবদান রাখবে বলে মনে করছেন অনেকেই। জুলফিকার মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: দলিল-পরচা বা দাগ-খতিয়ান! পড়ুয়াদের ভূমি ব্যবস্থাপনার পাঠ ভূমি দফতরের আধিকারিকদের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement