#দক্ষিণ ২৪ পরগণা: স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রায়দিঘি বিধানসভার দক্ষিণ কনকন দিঘী মুন্ডা পাড়া এলাকার শতাধিক মৎস্যজীবী মনি নদীতে মীন ও কাঁকড়া ধরতে যান। তাদের মধ্যে এলাকার বাসিন্দা অসিত সর্দার(৩০) ও তার স্ত্রী আদরি সর্দারও মনি নদীতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন ।
জানা যায়, অসিত সর্দার জাল নিয়ে মাছ ধরতে ব্যস্ত ছিল মনি নদীতে এবং স্ত্রী আদরি চরের উপরেই বসেছিলেন । বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর স্বামী জাল নিয়ে নদি থেকে উপরে আসছেনা দেখে খোঁজাখুঁজি শুরু করে দেয় আদরি এবং চিৎকার চেঁচামেচি করে সঙ্গী মৎস্যজীবীদের জানায় বিষয়টি ।এরপরেই সঙ্গী মৎস্যজীবীরা খোঁজ শুরু করে অসিত সর্দারের।খবর দেওয়া হয় রায়দিঘী থানার পুলিশকে।
আরও পড়ুন - Healthy Lifestyle: এক চিমটি নুন শুধু স্বাদই বাড়ায় না, আপনাকে প্রাণঘাতী অসুখ থেকেও বাঁচায়
রাত থেকেই অসিত সর্দারের খোঁজে নদীতে তল্লাশি শুরু করে পুলিশ। তবে এখনো পর্যন্ত অসিত সর্দারের খোঁজ না মেলায় শোক স্তব্ধ গোটা পরিবার৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Crab, South 24 pargana