জলমগ্ন এলাকা, কোথাও রাস্তাজুড়ে খানা-খন্দ! রাস্তা থেকে বাড়ি সর্বত্র হাঁটুজল... নরেন্দ্রপুর-সোনারপুরের বেহাল দশায় কান্না পাবে
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
পুরসভার পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে বলে দাবি। তবে বাসিন্দাদের অভিযোগ সেচ ও নিকাশি ব্যবস্থার সংস্কার না হওয়াতেই এই দুরবস্থা। পাশাপাশি খানাখন্দে ভরা গ্রিনপার্ক সংলগ্ন এই রাস্তা সারাইয়ের দাবি তুলছেন এলাকাবাসী।
সোনারপুর, দক্ষিণ ২৪ পরগণা, সুমন সাহা: নিম্নচাপের কারণে এক নাগাড়ে বৃষ্টি তো রয়েছেই। তার উপর রাস্তার বেহাল দশা। নরেন্দ্রপুর-সোনারপুরের বিস্তীর্ণ এলাকার দুর্গতি দেখলে অবাক হবেন।
স্থানীয় সূত্রে খবর, গড়িয়ার বালিয়ায় রাস্তায় একহাঁটু জল, অনেক বাড়ির ভিতরেও ঢুকে পড়েছে সেই জল। নিত্যদিনের কাজকর্মে বাধা। অফিস-কাছারি যেতে গিয়ে নাভিশ্বাস উঠছে। নরেন্দ্রপুরের গ্রিন পার্ক ও সংলগ্ন এলাকায় রাস্তাজুড়ে খানাখন্দ। গর্ত বাঁচিয়ে চলতে গিয়ে হিমশিম খাচ্ছে বাসিন্দারা। রাজপুর, সুভাষগ্রাম, সোনারপুর, বোড়াল, মহামায়াতলা প্রায় সর্বত্রই জল জমে রয়েছে। জল নিষ্কাশনের জন্য বিভিন্ন এলাকায় পাম্প বসানো হয়েছে বলে জানিয়েছে পুরসভা, তবে জল নামতে কিছুটা সময় লাগবে। প্রতিদিনের জীবনযাত্রা ব্যাহত স্থানীয়দের। স্কুল-কলেজগামী পড়ুয়া, অফিসযাত্রী, প্রবীণ নাগরিকরা বিপাকে পড়ছেন প্রতিনিয়ত।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ব্যাঙ্কে টাকা তুলতে গিয়েছিলেন মহিলা, উইড্রল স্লিপে এমন ‘ভয়ঙ্কর’ কথা লিখলেন…পড়ে অজ্ঞান ক্যাশিয়ার, দাবানলের মতো ছড়াচ্ছে ভিডিও
পুরসভার পক্ষ থেকে নজরদারি চালানো হচ্ছে বলে দাবি। তবে বাসিন্দাদের অভিযোগ সেচ ও নিকাশি ব্যবস্থার সংস্কার না হওয়াতেই এই দুরবস্থা। পাশাপাশি খানাখন্দে ভরা গ্রিনপার্ক সংলগ্ন এই রাস্তা সারাইয়ের দাবি তুলছেন এলাকাবাসী। বৃষ্টির পূর্বাভাস থাকায় উদ্বেগ আরও বাড়ছে। স্থানীয় বাসিন্দা সুশান্ত বারুই বলেন, নিম্নচাপের কারণে একটানা বৃষ্টি আর তার জেরে জলমগ্ন এলাকা। জল সরানো ব্যবস্থা করেছে প্রশাসন। এখনও দু থেকে তিনদিন এই জল থাকবে। এর ফলে ভোগান্তির শিকার হচ্ছে আমাদের। মাধবী মণ্ডল নামে আরেক বাসিন্দা জানান, বৃষ্টির কারণে জলমগ্ন হয়ে গিয়েছে এলাকা। সমস্যা বাড়ছে। বাড়ির মধ্যে ঢুকেছে জল। সাপের উপদ্রবও রয়েছে। প্রতিবছর এক সমস্যা। দ্রুত সমাধানের আশায় এলাকাবাসী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 06, 2025 3:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জলমগ্ন এলাকা, কোথাও রাস্তাজুড়ে খানা-খন্দ! রাস্তা থেকে বাড়ি সর্বত্র হাঁটুজল... নরেন্দ্রপুর-সোনারপুরের বেহাল দশায় কান্না পাবে