Sonajhuri Haat: ধংসের মুখে সোনাঝুরি হাট! এবারে পুরোপুরি বন্ধ হয়ে যাবে হাটের বিকিকিনি? জানুন বিস্তারিত

Last Updated:

Sonajhuri Haat: সোনাঝুরির হাটের আকর্ষণ বেড়েছে। পর্যটকরা বোলপুর শান্তিনিকেতন ঘুরে অন্তত একবার ঘুরে যান এই হাট থেকে। আর সেই কারণেই সময় বদলেছে, এখন হাট বসে প্রতিদিনই।

সোনাঝুরি হাট 
সোনাঝুরি হাট 
বীরভূম: ‘হাট বসেছে শুক্রবারে’। এই কবিতা, গল্প আমরা কমবেশি সবাই জানি। কিন্তু শুক্রবার নয়, একসময় হাট বসত প্রতি শনিবারে। কিন্তু সেটা অনেক আগের কথা। দিন দিন এই সোনাঝুরির হাটের আকর্ষণ বেড়েছে। পর্যটকরা বোলপুর শান্তিনিকেতন ঘুরে অন্তত একবার ঘুরে যান এই হাট থেকে। আর সেই কারণেই সময় বদলেছে। এখন হাট বসে প্রতিদিনই। হাট যেখানে বসে, সেটা বনাঞ্চল। হাট-বাজার বসলে, হাজার ক্রেতা ভিড় করলে যা হওয়ার তাই হয়েছে শান্তিনিকেতনের সোনঝুরি হাটের।
লাল মাটির জেলা এই বীরভূম আর এই লাল মাটির জেলার লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতন। লাল মাটির যে বনের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করত, এখন তা ধ্বংসের মুখে। কয়েকশো দোকান, কয়েক হাজার ক্রেতা, তাঁদের গাড়ি, বর্জ্যের চাপে বনের অপূরণীয় ক্ষতি হচ্ছে বলে জাতীয় পরিবেশ আদালত (এনজিটি) সোনাঝুরির বনে সব রকম নির্মাণকাজ বন্ধের নির্দেশ দেয়। কেন এমন হাল তা জানতে সংশ্লিষ্ট সব পক্ষের কাছে হলফনামাও তলব করেছে এনজিটি।
advertisement
আরও পড়ুনঃ ব্রেনে বেয়ে পৌঁছয়, কুরে খায় শরীর! মুরগি-খাসির কাঁচা মাংসে জন্মায় কৃমি! কীভাবে সহজেই খুঁজে বের করবেন? সামান্য ভুলও প্রাণঘাতী
প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগেই সোনঝুরির বন নিয়ে মামলা করেছেন পরিবেশবিদ সুভাষ দত্ত। তিনি জানান, “বীরভূম বনবিভাগ কর্তৃপক্ষ একটি সাইনবোর্ড লাগিয়ে রেখেছে। সেখানে লেখা ‘সোনাঝুরি একটি বনভূমি। এখানে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ।” শনিবার সোনাঝুরি বনে মাত্র কয়েকজন স্থানীয় শিল্পী নিজেদের হাতের কাজ, বাড়িতে তৈরি পোশাক নিয়ে বসতেন। তবে ধীরে ধীরে পর্যটকরা সেখানে ভিড় জমাতে শুরু করায় তা ধীরে ধীরে জনপ্রিয় হয়। এখন সেখানে শুধু কাপড়ের দোকান নয় বসছে বিভিন্ন খাবারের দোকান।
advertisement
advertisement
অনেকে তৈরি করা খাবার বিক্রি করেন।কিন্তু আগুন জ্বালিয়ে খাবার তৈরি করেও বিক্রি করছেন অনেকে। নষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ।সেই সঙ্গেই আদালতে সুভাষের অভিযোগ, সোনাঝুরি হাটে সব থেকে বড় ক্ষতি হচ্ছে ওই বন লাগোয়া এলাকায় দেদার হোটেল-রিসর্ট নির্মাণে। তার কয়েকটি আংশিক ভাবে বনাঞ্চলের মধ্যেই পড়েছে। সব মিলিয়ে ধীরে ধীরে নষ্ট হচ্ছে সোনাঝুরি হাট।
advertisement
সৌভিক রায়
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sonajhuri Haat: ধংসের মুখে সোনাঝুরি হাট! এবারে পুরোপুরি বন্ধ হয়ে যাবে হাটের বিকিকিনি? জানুন বিস্তারিত
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement