সম্পত্তির লোভে ৮০ বছরের বৃদ্ধা মাকে মারধর

Last Updated:

ছোট মেয়েকে সম্পত্তি লিখে দিতে পারেন মা। এই আশঙ্কায় আশি বছরের বৃদ্ধাকে মারধরের অভিযোগ বড় মেয়ে ও নাতবউয়ের বিরুদ্ধে। জোর করে সাদা কাগজে টিপসই করিয়ে নিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ বৃদ্ধার।

Representational Image
Representational Image
#নদিয়া: ছোট মেয়েকে সম্পত্তি লিখে দিতে পারেন মা। এই আশঙ্কায় আশি বছরের বৃদ্ধাকে মারধরের অভিযোগ বড় মেয়ে ও নাতবউয়ের বিরুদ্ধে। জোর করে সাদা কাগজে টিপসই করিয়ে নিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ বৃদ্ধার। নদিয়ার হাঁসখালির ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে।
নদিয়ার হাঁসখালির হরিণডাঙার বাসিন্দা এলোকেশী খাঁর বয়স এখন আশির কোঠায়। স্বামী মারা গিয়েছেন তিরিশ বছর আগে। বৃদ্ধার দুই েময়েরই বিয়ে হয়ে গিয়েছে। ছোট মেয়ে মিনা বিশ্বাসই মা'কে দেখাশোনা করেন। বৃদ্ধার অভিযোগ, মিনাকে তিনি সম্পত্তি লিখে দিতে পারেন এই আশঙ্কায় ভোগেন বড় মেয়ে রিনা চৌধুরী।
advertisement
advertisement
২৪ জুলাই বাড়িতে একা ছিলেন বৃদ্ধা। বড় মেয়ে রিনা ও নাতবউ নীলিমা বৃদ্ধার গলা টিপে ধরে মারধর করে। এরপর জোর করে সাদা কাগজে আঙুলের ছাপ নিয়ে নেয়।
বৃদ্ধার আরও অভিযোগ, হাঁসখালি থানায় অভিযোগ জানাতে গেলেও তা নেওয়া হয়নি। তিরিশে জুলাই রানাঘাট মহকুমা আদালতে লিখিত অভিযোগ দায়ের করেছেন বৃদ্ধা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন নাতবউ নীলিমা চৌধুরী।
advertisement
ঘটনার জেরে নিজের বাড়িতেই থাকতে ভয় পাচ্ছেন আশি বছরের বৃদ্ধা। ফের মারবে না তো নিজের মেয়ে? আপাতত আত্মীয়ের বাড়িতে মাথা গুঁজেছে বার্ধক্য।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সম্পত্তির লোভে ৮০ বছরের বৃদ্ধা মাকে মারধর
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement