পেট্রোল নেই, তবু দিব্যি চলছে গাড়ি! বাঁকুড়ার ব্যবসায়ী তাক লাগিয়ে দিলেন সবাইকে
- Published by:Suman Majumder
- hyperlocal
Last Updated:
Solar car: এক ফোঁটা পেট্রোল নেই গাড়িতে। নেই ইঞ্জিন। বাঁকুড়ার এই গাড়ি দেখে অবাক হয়ে যাবেন।
কাটজুরিডাঙ্গা: রাস্তায় সোলার চালিত গাড়ি চালিয়ে তাক লাগালেন বাঁকুড়ার কাটজুড়িডাঙ্গার বাসিন্দা মনোজিৎ মন্ডল। আস্ত একটি ন্যানো গাড়িকে সম্পূর্ণ সোলার কার বানিয়ে মহানন্দে বাঁকুড়া রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন পেশায় ব্যাবসায়ী মনোজিৎ বাবু।
বিন্দুমাত্র পেট্রোল প্রয়োজন হয় না এই গাড়িতে। এমনকি কোনো ইঞ্জিন ছাড়াই চলছে গাড়ি। গাড়ির রানিং কস্ট শুনলে আপনার চোখ কপালে উঠবে। মাত্র ৩০ থেকে ৩৫ টাকায় ১০০ কিলোমিটার চলে এই পেট্রোল বিহীন "সোলার কার"।
আরও পড়ুন- অ্যাডমিড কার্ড বাড়িতে ফেলে এসেছিল ছাত্রী, বিধায়কের তৎপরতায় ফেরত পেল স্কুলেই
লাল টুকটুকে এই সোলার গাড়িটি এখন বাঁকুড়ার মেকানিক্যাল আইকন।
advertisement
advertisement
বর্তমানে পেট্রোল এবং ডিজেলের দামে দগ্ধ হচ্ছেv সাধারণ মানুষ। এমন সময় সৌরশক্তি চালিত গাড়ি বানিয়ে দিশা দেখাচ্ছেন বাঁকুড়ার মনোজিৎ মন্ডল।
প্রতি কিলোমিটারে খরচ মাত্র ৮০ পয়সা। ইঞ্জিন না থাকায় স্টার্ট করলেও কোনও আওয়াজ হয় না এই গাড়িতে। গাড়িতে নয় এ যেন এক "নিনজা"।ইঞ্জিন না থাকলেও রয়েছে গিয়ার সিস্টেম।
প্রায় নিঃশব্দে চার নম্বর গিয়ারে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে এই বিস্ময় গাড়িটি। ছোট থেকেই কিছু নতুন বানানোর ইচ্ছা ছিল মনোজিৎ মন্ডলের। তাই পেট্রোলের দাম বাড়ায় কোনও অভিযোগ না করেই নিজের জন্য বানিয়ে ফেলেন সোলার গাড়ি।
advertisement
আরও পড়ুন- একাধিক দাবি, অভিযোগ! নিজেদের কথা জানাতে পথে নামলেন মিড ডে মিল কর্মীরা
গাড়িটিকে রূপান্তরিত করার সময় অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হন মনোজিৎ বাবু। যদিও এই চাঞ্চল্যকর গাড়ি সরকারের মনে এখনও দাগ কাটতে পারেনি, সরকারি তরফ থেকে মেলেনি সাড়া।
Nilanjan Banerjee
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 14, 2023 4:09 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পেট্রোল নেই, তবু দিব্যি চলছে গাড়ি! বাঁকুড়ার ব্যবসায়ী তাক লাগিয়ে দিলেন সবাইকে