হোম /খবর /দক্ষিণবঙ্গ /
স্কুল ছাত্রীকে বিপদে ফেলতে এমন কাণ্ড ঘটাল যুবক, এখন দিন কাটবে শ্রীঘরে!

Social Media: স্কুল ছাত্রীকে বিপদে ফেলতে এমন কাণ্ড ঘটাল যুবক, এখন দিন কাটবে শ্রীঘরে!

X
গ্রেফতার [object Object]

Social Media: অভিযোগ পেলেই অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হচ্ছে। তেমনই ঝাড়গ্রাম থানার নেদাবহড়া থেকে নাবালিকাকে উত্যক্ত করার ঘটনায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করল পুলিশ।

  • Share this:

ঝাড়গ্রাম: নাবালিকা স্কুল পড়ুয়া ছাত্রীকে ক্রমাগত পিছু করা, কটূক্তি করা এবং ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করার হুমকি দেওয়ার অভিযোগে পুলিশ গ্রেফতার করল এক যুবককে। ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে বর্তমানে বিভিন্ন থানা এলাকায় নাবালিকা বা মহিলাদের উপর নির্যাতনের ঘটনায় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অভিযোগ পেলেই অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হচ্ছে। তেমনই ঝাড়গ্রাম থানার নেদাবহড়া থেকে নাবালিকাকে উত্যক্ত করার ঘটনায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে অভিযুক্ত ওই যুবকের নাম সঞ্জয় পাতর। তাঁর বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিন মঙ্গলবার অভিযুক্ত ধৃতকে ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক দু দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: পেতে পারেন অনেক টাকা ঋণ, দেবে মৎস্য় দফতর! মিলবেও খুব সহজে

আরও পড়ুন: ক্লাস রুমেই রয়েছে নাকি ভূত! বারাসাতে আতঙ্কে স্কুলে আসছে না ছাত্রীরা

পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ওই যুবক বেশ কিছুদিন ধরে স্কুল পড়ুয়া নাবালিকা মেয়েটির পিছু নিয়ে তাকে নানা কটুক্তি ও অশ্লীল মন্তব্য করছে। এমনকি মেয়েটির স্নানের ভিডিও তুলে তা সোস্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দিচ্ছে বলেও অভিযোগ। ২৭ ফেব্রুয়ারি মেয়েটির পরিবারের পক্ষ থেকে ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের পরেই পুলিশ বছর সাতাশের ওই যুবককে গ্রেফতার করে।

----রাজু সিং

Published by:Suman Biswas
First published:

Tags: Jhargram news, West Bengal news