গাঁজা পাচারের স্বর্গরাজ্যে গোপন অভিযান! পুলিশের হাতে এল কোটি টাকার মাল

Last Updated:

নিউ ব্যারাকপুর থানার বিলকান্দা এলাকা থেকে উদ্ধার প্রায় ৭৬ কেজি গাঁজা।

গাঁজা উদ্ধার
গাঁজা উদ্ধার
নিউ ব্যারাকপুর, জিয়াউল আলমঃ মাদক পাচারকারীদের বিরুদ্ধে আবারও বড়সড় সাফল্য। উদ্ধার কোটি টাকার গাঁজা। নিউ ব্যারাকপুর থানার বিলকান্দা এলাকা থেকে উদ্ধার হয়েছে প্রায় ৭৬ কেজি গাঁজা। গ্রেফতার করা হয়েছে দুই গাঁজা পাচারকারীকে। নিউ ব্যারাকপুরে গাঁজা পাচারের স্বর্গরাজ্য বিলকান্দা, মধ্যমগ্রাম, নিমতা ইত্যাদি অঞ্চলে বিগত বছরগুলিতে মাদক পাচারের রমরমা বেড়েছে।
নিউ ব্যারাকপুর থানার পুলিশ গোপন সূত্র খবর পেয়ে অভিযান চালায়। এরপরেই বিপুল পরিমানে গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ। যার বর্তমান বাজার মূল্য প্রায় কোটি টাকা। নিউ ব্যারাকপুরে ধৃত দুই গাঁজা পাচারকারী হল অমিত হেলা (৩৮) এবং তপু বিশ্বাস (৩৩)। ধৃতদের বাড়ি দক্ষিণ তালবান্দা বিলকান্দা হেমন্তনগরে। ধৃতদের বৃহস্পতিবার ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করা হয়। তাদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ ভারতীয় হয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা! যা পরিণতি হল…
একই দিনে ব্যারাকপুরের নাগেরবাজার থানার অধীনে নয়াপট্টি রোড এলাকায় তল্লাশির সময় একটি গাড়ি থেকে প্রায় ৫৩.৫০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে ডিডি বিভাগ এবং নাগেরবাজার থানার যৌথ অভিযানে এই সাফল্য এসেছে। ঘটনাস্থল থেকে দু’জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম সুব্রত দে (৬০) ও সুরজিৎ বিশ্বাস (৩৪)। ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গাঁজা পাচারের স্বর্গরাজ্যে গোপন অভিযান! পুলিশের হাতে এল কোটি টাকার মাল
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement