#বহরমপুর: কেউ নিজের কান মুলে ক্ষমা চাইলেন। কেউ দিলেন জরিমানা। এক কথায় 'ছেড়ে দে মা, কেঁদে বাঁচি' অবস্থা। প্রকাশ্যে ধূমপান বন্ধে সোমবার সকালে বহরমপুরে জুড়ে চলল পুলিশ ও স্বাস্থ্য দফতরের যৌথ অভিযান।
আরও পড়ুন: ফেডারেল ফ্রন্ট নিয়ে মমতাকে খোঁচা অমিত শাহের
সাত সকালে হঠাৎ অভিযান জেলা স্বাস্থ্য দফতর ও পুলিশের। নেতৃত্বে সিএমওএইচ নিরুপম বিশ্বাস ও বহরমপুর থানার আইসি সনৎ দাস। প্রকাশ্যে যাঁকেই ধূমপান করতে দেখলেন, সটান পাকড়াও করলেন। জরিমানা দিয়েই পার পেলেন না ধূমপায়ীরা।
আরও পড়ুন: শুক্রবার বৈঠকে বসছেন মোদি-মমতা ও হাসিনা
বাদ গেলেন না পুলিশকর্মীও। ধূমপায়ীদের বোধোদয় দেখে পাশের থাকার আশ্বাস দিলেন সিএমওএইচও।
সিএমওএইচের সাফ কথা, কোনও অবস্থাতেই বহরমপুরে প্রকাশ্য ধূমপান বরদাস্ত করা হবে না। তারজন্য আগামী দিনে লাগাতার অভিযান চলবে।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fine Imposed on Smoking, No Smoking, Smoking in Public