ফেডারেল ফ্রন্ট নিয়ে মমতাকে খোঁচা অমিত শাহের

Last Updated:

সদ্য পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশ্যে এসেছে ৷ তাতেই বাংলাজুড়ে জয়জয়কার তৃণমূল কংগ্রেসের ৷ ব্যালট বক্সে বিরোধী দলগুলির প্রাপ্ত ভোটের সংখ্যা টিমটিম করছে ৷

#নয়াদিল্লি: সদ্য পঞ্চায়েত নির্বাচনের ফল প্রকাশ্যে এসেছে ৷ তাতেই বাংলাজুড়ে জয়জয়কার তৃণমূল কংগ্রেসের ৷ ব্যালট বক্সে বিরোধী দলগুলির প্রাপ্ত ভোটের সংখ্যা টিমটিম করছে ৷ তবে, এর মধ্যেই বাম এবং কংগ্রেসকে টেক্কা দিয়ে বাংলার দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে উঠে এসেছে বিজেপি ৷ ব্যালট বক্সে ভোটসংখ্যার ফারাকটা কয়েক যোজন হলেও এই ভোটসংখ্যাতেই সন্তুষ্ট বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা দুঁদে রাজনীতিবিদ অমিত শাহ ৷ এই প্রাপ্ত ভোট নিয়েই বাংলা দখল করার স্বপ্নও দেখতে শুরু করে দিলেন তিনি ৷ একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেডারেল ফ্রন্ট গঠনের পরিকল্পনাকেও খোঁচা দিলেন অমিত শাহ ৷
অমিত শাহ জাতীয় রাজনীতিতে আঞ্চলিক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন ৷ ফেডারেল ফ্রন্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধিকে খোঁচা দিয়ে অমিত বলেন, ‘কর্নাটকের ভোটে মমতা কী করবেন ? বাংলার ভোটে রাহুল গান্ধি কী করবেন ?’
২০১৯ সালের লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে ফেডারেল ফ্রন্ট গঠনের পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ একের বিরুদ্ধে এক প্রার্থী দেওয়া ! বিজেপির উত্থানের এই ফর্মুলাতেই বিজেপিকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ২০১৯সালে বিজেপির হার যে নিশ্চিত সেটি আগে থেকেই অনুমান করেন তিনি ৷ তাই আগেভাগেই বিজেপিকে হারাতে আঞ্চলিক শক্তিগুলিকে জোট বাঁধার আহ্বান জানিয়েছিলেন তিনি ৷ মুখ্যমন্ত্রীর এই পরিকল্পনাকেই তীব্র কটাক্ষ করলেন অমিত শাহ ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
ফেডারেল ফ্রন্ট নিয়ে মমতাকে খোঁচা অমিত শাহের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement