বর্ষাকালে ছাতা মাথায় ক্লাস! মাত্র দু'মাসে 'স্মার্ট' হল ভাইরাল স্কুল
Last Updated:
বাধ্য হয়ে ক্লাসরুমে ছাতা মাথায় দিয়ে ক্লাস নিচ্ছেন শিক্ষক। পড়ুয়ারাও ছাতা মাথায় ক্লাস করছিল। এমন একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই বিতর্ক দেখা দেয়
হুগলি, সোমনাথ ঘোষ: বৃষ্টি হলেই স্কুলের ভাঙা চাল থেকে জল পড়ত। ছাতা মাথায় ক্লাস করতে বাধ্য হতো পড়ুয়ারা। সেই ছবি ভাইরাল হওয়ায় বিতর্ক হয়েছিল। অবশেষে সেই স্কুল স্মার্ট হল।
পান্ডুয়ার প্রত্যন্ত গ্রামের ছাত্র-ছাত্রীদের আধুনিক শিক্ষা ব্যবস্থার আওতায় আনতে পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ে চালু হল স্মার্ট ক্লাসরুম। গত জুন মাসে এখানকার একটি দৃশ্য ভাইরাল হয়। সেখানে দেখা যায়, হুগলির এই প্রাথমিক বিদ্যালয়ের টিনের চাল ফুটো হয়ে বৃষ্টি পড়ছে। বাধ্য হয়ে ক্লাস রুমে ছাতা মাথায় দিয়ে ক্লাস নিচ্ছেন শিক্ষক। পড়ুয়ারাও ছাতা মাথায় ক্লাস করছিল। এমন একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই বিতর্ক দেখা দেয়।
advertisement
আরও পড়ুন: নজর এড়িয়ে চলছিল মোরাম পাচার, ভূমি দফতর হানা দিতেই ঘটল এই কাণ্ড
বিজেপি নেতা অমিত মালব্য, হুগলির প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জিরা সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে দু’মাসের মধ্যেই বদলে গেল গোটা ছবিটা। বৃষ্টিতে ছাতা নিয়ে ক্লাস করা এখন অতীত। বৃহস্পতিবার পান্ডুয়ার সেই পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন হল স্মার্ট ক্লাসরুমের। এই বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা ৬৭ জন, শিক্ষক-শিক্ষিকা আছেন মোট চারজন।
advertisement
advertisement
এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত গুপ্ত বলেন, প্রত্যন্ত গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আধুনিক শিক্ষা ব্যবস্থার আওতায় আনতে এই স্মার্ট ক্লাসরুম অত্যন্ত সুবিধা দেবে। এখন আর ছবি এঁকে নয়, এলইডি স্ক্রিনে ভিডিও’র মাধ্যমে বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের বোঝানো যাবে। যা ছাত্রছাত্রীরা অতি সহজেই শিখতে পারবে।
আরও পড়ুন: পাড়ার রাস্তায় ৬ ফুটের বিষধর চন্দ্রবোড়া! উদ্ধার করে সটান থানায় হাজির যুবক! তারপর কী ঘটল জানুন
রাজস্থানের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় প্রাথমিক বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জল ও স্মার্ট ক্লাস রুম তৈরি হয়েছে। এদিন ফিতে কেটে এই ক্লাসরুমের উদ্বোধন করেন ইটাচুনা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সন্তু ফৌজদার। তিনি বলেন, খুব ভাল উদ্যোগ। খুব একটা বেশি স্কুলে এই স্মার্টক্লাস চালু হয়নি। এই স্কুলে হয়েছে। বর্তমানে স্মার্ট ক্লাসের প্রয়োজনীয়তা রয়েছে। আগামী দিনে এই বিদ্যালয় যেন আরও উন্নতি করে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 28, 2025 1:44 PM IST