দিঘায় উঠল 'সমুদ্রের দানব', ওজন ৬ কুইন্টাল! বাজারে ভিড় সামলাতে হিমশিম অবস্থা
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
6 quintal shark in digha: সমুদ্রের দানব যেন! এত বড় জিনিস দেখতে দিঘার বাজারে উপচে পড়ল ভিড়।
দিঘা : চলতি বছর জুনন মাসের শেষের দিকে দিঘার মোহনায় ৭০ কেজি ওজনের শংকর মাছ জালে তুলেছিলেন মৎসজীবীরা। সেই মাছ ধরার খবর চাউর হতেই তা দেখতে ক্রেতা, পর্যটক ও ব্যবসায়ীদের ভিড় লেগে গিয়েছিল। এবার দিঘায় ধরা পড়ল ৬ কুইন্টালের হাঙর। সেটি দেখতেও প্রবল ভিড় জমে গেল।
মৎস্যজীবীদের জালে ধরা পড়ে হাঙরটি। সেটিকে নিয়ে আসা হয় দিঘা মোহনার বাজারে। একটি ট্রলিতে মাছটিকে রাখা হয়। খবর চাউর হতেই ভিড় জমে যায় বাজারে। এমনিতেই দিঘার মোহনার সেই মাছের বাজারে সারা বছরই কম-বেশি পর্যটকদের ভিড় লেগে থাকে। তবে এদিন সেই হাঙর মাছ দেখতে উপচে পড়ল পর্যটকদের ভিড়।
আরও পড়ুন- উলট-পুরাণ! বিপুল জয়ের পরেও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ যুবনেতার
দিঘায় ঘুরতে আসা বেশিরভাগ পর্যটক বললেন, এটা তাদের কাছে বাড়তি পাওনা। অনেকেই মাছটির কাছে গিয়ে সেলফি তুলতে থাকেন। ফলে ভিড় সামলানো দায় হয়ে দাঁড়ায় স্থানীয় ব্যবসায়ীদের পক্ষে। মাছটির মুখ খুলিয়ে দাঁতের ছবি তুলতে শুরু করেন অনেকে।
advertisement
advertisement
আরও পড়ুন- উলটপুরাণ! জয়ী নির্দল প্রার্থীর সন্ত্রাসে ভয়াবহ অবস্থা খোদ শাসক দলের প্রার্থীর
জানা যায়, বর্ষার মরশুমে ইলিশের খোঁজে জাল ফেলেছিলেন মৎসজীবীরা। সেই জালে উঠে আসে বিশালাকার হাঙরটি। এরই মধ্যে মরশুমের প্রথম ইলিশ মাছও ধরা হয়েছে দিঘায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
July 16, 2023 5:06 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দিঘায় উঠল 'সমুদ্রের দানব', ওজন ৬ কুইন্টাল! বাজারে ভিড় সামলাতে হিমশিম অবস্থা