#খড়গপুর: ফের পথ দুর্ঘটনা জাতীয় সড়কে। বৃহস্পতিবার সন্ধেবেলায় পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর সংলগ্ন সাহাচকে দুর্ঘটনাটি ঘটেছে ৷ ৬ নং জাতীয় সড়কের কাছে একটি লরি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে হঠাতই ঢুকে পড়ে রাস্তার পাশে থাকা একটি খাওয়ার দোকানে।
সেই সময় দোকানে প্রায় ২০ জন বসে খাচ্ছিল। ঘটনার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। আহত হন আরও প্রায় ১৭ জন। হাসপাতালে নিয়ে গেলে পড়ে মৃত্যু হয় আরও তিনজনের ৷
ঘটনার পর বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা । পরে খড়গপুর থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বেশ কিছুক্ষণ পর স্বাভাবিক হয় যান চলাচল। ঘটনায় আহত ও নিহতদের নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Six people died, Truck Accident