Sikim Cloudburst: বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়েছেন সিকিম! আসানসোলের বাড়িতে শুধুই চিন্তা

Last Updated:

Sikim Cloudburst: কোথায়, কীভাবে তারা আছেন, তার হদিশ পেতে চায়ছেন পরিবারের সকলে।

+
চিন্তায়

চিন্তায় পরিবার

আসানসোল: বন্ধুদের সঙ্গে সিকিম ঘুরতে গিয়েছেন জামুরিয়ার একদল যুবক। কিন্তু গত বুধবার সকাল থেকে খোঁজ নেই তাদের। চিন্তায় ঘুম উড়েছে পরিবারের। কোনও ভাবে ছেলের খোঁজ পেতে চাইছেন পরিবারের সদস্যরা। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, যেন ওই বন্ধুদের দলটিকে খুঁজতে সাহায্য করে প্রশাসন। কারণ ছেলেদের চিন্তায় কার্যত নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন পরিবারের সদস্যরা। কোথায়, কীভাবে তারা আছেন, তার হদিশ পেতে চায়ছেন পরিবারের সকলে।
উল্লেখ্য, জমুরিয়ার কেন্দা ফাঁড়ি এলাকার ডাহুকা গ্রামের বাসিন্দা শুভদীপ রানা। তিনি স্থানীয় এলাকার কয়েকজন বন্ধুর সঙ্গে সিকিম গিয়েছে। চলতি মাসের ১ তারিখ তারা রওনা দিয়েছেন। সেখানে পৌঁছে যাওয়ার পর বাড়ির সঙ্গে যোগাযোগ করেছেন।
advertisement
কোথায় ঘুরতে গিয়েছেন তার, ভিডিও করে বাড়িতেও পাঠিয়েছেন। কিন্তু গত বুধবার থেকে আর যোগাযোগ হয়নি তাদের সঙ্গে। যে কারণে স্বাভাবিকভাবেই চিন্তায় পড়েছেন পরিবারের সদস্যরা। প্রকৃতির রোষে সিকিম কার্যত পর্যুদস্ত হয়ে পড়েছে। ভেসে গিয়েছে পথ ঘাট। প্রাণ গিয়েছে সেনা কর্মীদের। চরম অসুবিধায় করেছেন বহু পর্যটক। যার ফলে বাড়িতে চিন্তা বেড়ে গিয়েছে বহুগুণ।
advertisement
প্রসঙ্গত, দুর্গাপুরের এক জুনিয়র চিকিৎসক বন্ধুদের সঙ্গে সিকিম গিয়েছেন। আট সদস্যের ওই বন্ধু দলের সঙ্গেও যোগাযোগ করে ওঠা যায়নি। চিকিৎসকের পরিবার, ছেলের ফোনের অপেক্ষায় বসে রয়েছেন। তারপর ফের আসানসোল থেকে ১০ জনের একটি বন্ধু দলের খোঁজ পাওয়া যাচ্ছে না। যারা ঘুরতে গিয়েছেন সিকিমে। পরিবারের সদস্যরা প্রার্থনা করছেন তারা যেন ভিন রাজ্যে গিয়ে সুস্থ থাকেন। সুস্থ স্বাভাবিক অবস্থায় বাড়ি ফিরে আসেন।
advertisement
—-  Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sikim Cloudburst: বন্ধুদের নিয়ে ঘুরতে গিয়েছেন সিকিম! আসানসোলের বাড়িতে শুধুই চিন্তা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement