পাহাড় থেকে জঙ্গল, বাঁধা পড়ল এক সুতোয়! নেপথ্যে মুখ্যমন্ত্রীর বিশেষ এই ভাবনা
- Published by:
- hyperlocal
- Reported by:Aniket Bauri
Last Updated:
সিধু ভানু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চিন্তাভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিস্কপ্রসূত। মূলত, পাহাড় এবং জঙ্গলমহলের মেলবন্ধন গড়ে তোলার জন্য এই চিন্তাভাবনা নিয়েছিলেন তিনি।
বিষ্ণুপুর, বাঁকুড়া: বাঁকুড়ার বড়জোড়ায় যা হল তা আগে কখনও ভাবতে পারেনি এলাকার মানুষ! আসলে রাজ্য সরকারের অনুষ্ঠান এবার বড়জোড়াতে অনুষ্ঠিত হল। আর তা দেখতেই ভিড় জমিয়েছেন এলাকার বহু মানুষ। পাহাড় ও জঙ্গলের মেলবন্ধন গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। আর এর জন্য প্রত্যেক বছর একটি ফুটবল প্রতিযোগিতার চিন্তাভাবনা নেওয়া হয়েছে। যার নাম রাখা হয়েছে সিধু ভানু গোল্ডকাপ।
গত বছর শিলিগুড়ি থেকে শুরু হয়। দ্বিতীয় বছর সিধু ভানু গোল্ডকাপ ২০২৫ উদ্বোধন হল বাঁকুড়ার বড়জোড়ায়। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদ এর পরিচালনায় ও বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে আন্ডার ১৭ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল।
আরও পড়ুন : মন্দির শহর বিষ্ণুপুর, ঘুরে আসুন বিখ্যাত টেরাকোটা ‘এই’ মন্দিরগুলি, সপ্তাহান্তের ছুটিতে ঘুরে আসুন
পাহাড় ও জঙ্গল অঞ্চলের ৪৬ টি ব্লক থেকে মোট ১৬ টি টিমকে নিয়ে এই খেলা হবে। ইতিমধ্যেই গত শুক্রবার বড়জোড়া ফুটবল স্টেডিয়ামে আটটি টিমকে নিয়ে খেলা শুরু হয়েছে। অন্যদিকে পুরুলিয়া রঘুনাথগঞ্জ ফুটবল স্টেডিয়ামে আটটি টিমকে নিয়ে এই খেলাটি শুরু হয়েছে। এ প্রতিযোগিতা চলবে আগামী চার আগস্ট পর্যন্ত।
advertisement
advertisement
আরও পড়ুন : লাটসাহেবকে হত্যা করতে ল্যান্ডমাইন বসিয়েছিলেন এই বিপ্লবী, শেষ জীবন কাটে চরম অনটনে
রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিত থাকার কথা থাকলেও, বিশেষ কারণে তিনি পৌঁছতে পারেননি। তবে এই অনুষ্ঠানের জন্য তিনি ভিডিওবার্তা পাঠিয়েছিলেন। সেই ভিডিও মঞ্চের ডিজিটাল ডিসপ্লে থেকে দেখানো হয়েছে। অন্যদিকে, বেশ কিছু সরকারি আধিকারিক উপস্থিত ছিলেন উদ্বোধনী মঞ্চে। বড়জোড়া ফুটবল স্টেডিয়ামে উপস্থিত ছিল স্থানীয় এলাকার স্কুলের ছাত্র-ছাত্রীরা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, সিধু ভানু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চিন্তাভাবনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিস্কপ্রসূত। মূলত, পাহাড় এবং জঙ্গলমহলের মেলবন্ধন গড়ে তোলার জন্য এই চিন্তাভাবনা নিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনাকে রূপায়ণ করেছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। ২০২৪ থেকে এই প্রতিযোগিতা শুরু হয়। প্রথমবার টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিন উত্তরবঙ্গে। শিলিগুড়ি থেকে শুরু হয়েছিল এই খেলাটি। দ্বিতীয় বছরের সিধু ভানু গোল্ডকাপ ২০২৫ এর খেলাটি ১ আগস্ট শুরু হল বাঁকুড়ার বড়জোড়ার স্টেডিয়াম থেকে। এই প্রতিযোগিতার ফাইনাল পর্বের খেলাটি অনুষ্ঠিত হবে পুরুলিয়ায়।
advertisement
অনিকেত বাউরী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 03, 2025 3:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পাহাড় থেকে জঙ্গল, বাঁধা পড়ল এক সুতোয়! নেপথ্যে মুখ্যমন্ত্রীর বিশেষ এই ভাবনা
