Shuntki Machh: শুঁটকি মাছের ঝাল পছন্দ? বাজারে আকাল! আরও বাড়বে আকাশছোঁয়া দাম! চিন্তায় ক্রেতারা
- Reported by:Nawab Ayatulla Mallick
- local18
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Shuntki Machh:এবছর মাছ ধরার মরশুমের শুরু থেকেই মৎস্যজীবীদের জালে সেভাবে আসছিল না সামুদ্রিক মাছ। তার প্রভাব এবার পড়ল শুঁটকি মাছের ব্যবসায়ে। বাজারে চাহিদা থাকলেও এবার কতটা জোগান দেওয়া যাবে তাই নিয়ে চিন্তায় ব্যবসায়ীরা।
নবাব মল্লিক, দক্ষিণ ২৪ পরগনা: এ বছর মাছ ধরার মরশুমের শুরু থেকেই মৎস্যজীবীদের জালে সেভাবে আসছিল না সামুদ্রিক মাছ। তার প্রভাব এবার পড়ল শুঁটকি মাছের ব্যবসায়ে। বাজারে চাহিদা থাকলেও এবার কতটা যোগান দেওয়া যাবে তাই নিয়ে চিন্তায় ব্যবসায়ীরা।
শুঁটকি মাছের মধ্যে বাজারে পর্যাপ্ত নিহারি ও পাতা মাছের শুঁটকির চাহিদা বেশি। কিন্তু ট্রলারগুলি নদী ও সমুদ্র থেকে এ বছর বেশি পরিমাণের নিহারি ও পাতা মাছ ধরে নিয়ে আসতে পারেনি। শুঁটকি মাছ যেখানে তৈরি হয় সেই খুঁটিগুলিতে মূলত সাত রকমের মাছ শুকনো করা হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
advertisement
advertisement
এই খুঁটিগুলিতে বিভিন্ন পদ্ধতিতে পাতা, নিহারি, ছুরি, আমোদি, ভোলা, চিংড়ি ও চেলা মাছ শুকনো করা হয়। তবে সব থেকে বেশি চাহিদা নিহারি ও পাতা মাছের শুঁটকির। বর্তমান পাইকারি বাজারে নিহারি মাছের শুকো প্রায় সাড়ে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে পাতা মাছের শুকোর কিলো প্রায় ৩০০ টাকা। তুলনামূলকভাবে অন্য মাছের শুকোর বাজারদর অনেকটাই কম।
advertisement
আরও পড়ুন : নদীর পাশে নিরিবিলি বনে ঝিঁঝিপোকার ডাক, মনোরম শীতে নামমাত্র খরচে আসুন কলকাতার কাছেই ‘মিনি ডুয়ার্সে’
এ নিয়ে সুদীপ হালদার নামের এক শুঁটকি মাছ প্রস্তুতকারক জানিয়েছেন, শুঁটকি মাছের মরশুম শুরু হয় আশ্বিন মাসের মাঝামাঝি থেকে। চলে মাঘ মাসের শেষ পর্যন্ত। অর্থাৎ এই মরশুমের আর মাত্র আড়াই মাস বাকি রয়েছে। কিন্তু এখনও সেভাবে পর্যাপ্ত মাছ পাওয়া যাচ্ছে না। ফলে তার প্রভাব দেখা যেতে পারে ব্যবসায়ে। এখন দেখার, কী হয় আগামী দিনগুলিতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 19, 2024 8:30 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shuntki Machh: শুঁটকি মাছের ঝাল পছন্দ? বাজারে আকাল! আরও বাড়বে আকাশছোঁয়া দাম! চিন্তায় ক্রেতারা









