Dooars near Kolkata: নদীর পাশে নিরিবিলি বনে ঝিঁঝিপোকার ডাক, মনোরম শীতে নামমাত্র খরচে আসুন কলকাতার কাছেই ‘মিনি ডুয়ার্সে’
- Reported by:RAKESH MAITY
- local18
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Dooars near Kolkata: কলকাতার খুব কাছেই রয়েছে আরও একটি ডুয়ার্স, সবুজে ঘেরা নিরিবিলি শান্ত পরিবেশ দক্ষিণবঙ্গের ডুয়ার্স নামে পরিচিত, হাতে অল্প সময় থাকলে ঘুরে আসতে পারেন এই মন ভাল করার স্থান
advertisement
advertisement
নিরিবিলি একটি রেল স্টেশন। যার চতুর্দিক সবুজ ঘন জঙ্গল। এই স্টেশনে ছোট্ট একটি টিকিট কাউন্টার। একটি মাত্র প্লাটফর্ম। সারাদিনে হাতেগনা কয়েকজন যাত্রী ওঠানামা করে। স্টেশন থেকে বের হলেই বাঁশের বন ও বড় গাছের ছায়ায় এঁকেবেঁকে সামনে এগিয়ে গেছে কালো পিচের রাস্তা। নির্ভেজাল প্রাকৃতিক সৌন্দর্য চাষের জমি।
advertisement
advertisement








