West Bengal News: হঠাৎ আলোর ঝলকানি, তারপরই...কাকদ্বীপে গার্লস হস্টেলে এ কী কাণ্ড! অসুস্থ ১০ ছাত্রী হাসপাতালে

Last Updated:

West Bengal News: জানা গিয়েছে, গতকাল রাতে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ পঞ্চায়েতের হরিপুরে কেন্দ্রীয় সরকারের এসসি-এসটি হস্টেলে হঠাৎই শর্ট সার্কিট হয়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#কাকদ্বীপ: শর্ট সার্কিটে আতঙ্ক, কাকদ্বীপ হাসপাতালে ভর্তি ১০ জন ছাত্রী। কাকদ্বীপ গভর্মেন্ট স্পনসর্ড হাই স্কুল ফর গার্লস স্কুলে শক-এর আতঙ্কে কাকদ্বীপ হাসপাতালে ভর্তি ১০ জন ছাত্রী। শট-সার্কিটের ফলে হোস্টেলের সমস্ত আলো নিভে যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সময় ওই হস্টেলে থাকা ছাত্রীরা বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন। ইলেকট্রিক শট সার্কিট হওয়ার আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে ১০ জন ছাত্রী। হোস্টেল সূত্রে খবর জলের পাম্প চলছিল সেই মোটরের তার থেকে শর্ট সার্কিট হয়। আর সেই শর্ট সার্কিটে সময় তীব্র আলোর ঝলকানি চোখে পড়ে হস্টেলে থাকা ছাত্রীদের। আর তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন। অবশ্য ছাত্রীরা সকলেই এখন সুস্থ রয়েছেন। আজই হাসপাতাল থেকে ছাড়া হবে তাদের।
জানা গিয়েছে, গতকাল রাতে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ পঞ্চায়েতের হরিপুরে কেন্দ্রীয় সরকারের এসসি-এসটি হস্টেলে হঠাৎই শর্ট সার্কিট হয়। শট সার্কিটের জেরে হস্টেলে থাকা পড়ুয়াদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আতঙ্কে হুড়োহুড়ি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। হোস্টেলে থাকা ১০ জন ছাত্রীকে নিয়ে আসা হয় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে।
advertisement
advertisement
রাতে হাসপাতালের ভর্তি রাখা হয় পর্যবেক্ষণের জন্য। এরা ষষ্ঠ শ্রেণী, অষ্টম শ্রেণী ও নবম শ্রেণীতে পড়াশোনা করে। সকলেই সুস্থ আছে৷ আজ সকালে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে। হস্টেলের মেন সুইচ থেকে পাম্পের তার শট সার্কিটের জেরে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে হস্টেলে।
advertisement
আর তার জেরেই ঘটে বিপত্তি। বড় দুর্ঘটনার সম্ভাবনা ছিল বলে মত পড়ুয়াদের একাংশের। খবর পাওয়ার পর দমকল, বিদ্যুৎ দপ্তরের কর্মী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। প্রথমেই হস্টেলটিকে বিদ্যুৎ বিছিন্ন করা হয়। পরে সব ছাত্রীকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আজ বেলায় আবার হস্টেলটি পরিদর্শন করবেন ব্লক আধিকারিকরা।
advertisement
-অর্পণ মণ্ডল
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: হঠাৎ আলোর ঝলকানি, তারপরই...কাকদ্বীপে গার্লস হস্টেলে এ কী কাণ্ড! অসুস্থ ১০ ছাত্রী হাসপাতালে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement