Sukanta Majumdar: ক্ষমতায় এলেই লক্ষ্মীর ভান্ডারে ২০০০ টাকা করে! সুকান্তর দাবিতে তীব্র শোরগোল, অস্বস্তিও

Last Updated:

Sukanta Majumdar: বিজেপি সরকারে এলেই লক্ষ্মীর ভান্ডারের  টাকা ৫০০ থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হবে। ঘোষণা সুকান্ত মজুমদারের।

সুকান্তর দাবি
সুকান্তর দাবি
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, পাণ্ডবেশ্বর-  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারকে হামেশাই কটাক্ষ করে থাকেন এ রাজ্যের গেরুয়া শিবিরের নেতারা। কোনও কর্মসংস্থানের ব্যবস্থা না করে রাজনৈতিক স্বার্থে রাজ্যের মহিলাদের ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে । ঠিক এই ভাষাতেই সরকারকে আক্রমণ শানান বাংলার পদ্ম নেতারা। এবার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় শনিবার পঞ্চায়েত কর্মী সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সভামঞ্চ থেকে বিজেপি সরকার এলেই সেই টাকা দু হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এর ফলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কটাক্ষ করলেও সেই প্রকল্পকে মান্যতা দিল বঙ্গ বিজেপি বলেই মত রাজনৈতিক মহলের।
তবে প্রতি মাসে মহিলাদের শুধু দু হাজার টাকা করে দেওয়াই নয়, তাঁদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে বলে জানান সুকান্ত মজুমদার। রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে সুকান্ত এও বলেন, 'এই সরকারের রাজ্যের উন্নয়নের দিকে নজর নেই। ভোট ব্যাঙ্কের স্বার্থে শুধু দান খয়রাতি করে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি ক্রমশ সংকটের পথে নিয়ে যাচ্ছে। রাজ্যে সার্বিক উন্নয়নে বিকল্প একমাত্র বিজেপিই'।
advertisement
advertisement
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, 'পঞ্চায়েত নির্বাচনের আগে মহিলাদের কাছে টানার লক্ষ্যেই ২ হাজার টাকার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কেননা সাম্প্রতিক নির্বাচনের ফলাফলে  দেখা গেছে রাজ্যের মহিলাদের একটি বড় অংশ তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করেছে। তাই মহিলাদের ভোট ব্যাঙ্কে ফাটল ধরাতেই লক্ষ্মীর ভান্ডারের টাকা ৫০০ থেকে বাড়িয়ে ২০০০ টাকা করার ঘোষণা করা হয়েছে'।  প্রসঙ্গত, আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় এদিনের কর্মী সম্মেলনের সভামঞ্চে হাজির ছিলেন বিজেপির জাতীয় কর্ম সমিতি তথা এ রাজ্যের কোর কমিটির সদস্য মিঠুন চক্রবর্তীও।
advertisement
তৃণমূল সরকারকে নিশানা করে মিঠুন নিজের বক্তব্য রাখার সময় বলেন,' এ রাজ্যে শাসকদলের কাছে রাজ্যের মানুষকে হিংসা দেওয়া ছাড়া আর কোনও কিছু দেওয়ার নেই। বাংলার সার্বিক উন্নয়ন যদি কেউ ঘটাতে পারে তাহলে তা বিজেপিই পারবে'। পুরুলিয়া,  বাঁকুড়ার পাশাপাশি এদিন পাণ্ডবেশ্বরের সভামঞ্চ থেকেও সাধারণ মানুষের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। সাধারণ মানুষের কাছ থেকে নানান অভাব অভিযোগের কথাও শোনেন। ঠিক তখনই বিজেপির কয়েকজন কর্মী মিঠুন চক্রবর্তীর কাছে ক্ষোভের সুরে নালিশ জানিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সামনেই জেলার নেতাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগে সরব হন। বলেন, 'নেতাদের অভিযোগ জানিয়েও কোনও লাভ হয় না। পাশে পাই না'। এই নালিশ শোনা মাত্রই মিঠুন চক্রবর্তী জেলার দায়িত্বপ্রাপ্ত নেতাকে মঞ্চে নিজের কাছে ডেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথা বলেন।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sukanta Majumdar: ক্ষমতায় এলেই লক্ষ্মীর ভান্ডারে ২০০০ টাকা করে! সুকান্তর দাবিতে তীব্র শোরগোল, অস্বস্তিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement