Mithun Chakraborty: তৃণমূলকে হারাতে মহাজোট চান মহাগুরু! পত্রপাঠ খারিজ সিপিএমের, জবাব দিলেন কুণাল

Last Updated:

মিঠুনের এই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছেন সিপিএম নেতা শমীক লাহিড়ি৷

আসানসোলে মিঠুন চক্রবর্তী৷
আসানসোলে মিঠুন চক্রবর্তী৷
#আসানসোল: কয়েক দিন আগেই রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল নন্দকুমার মডেল৷ সমবায় নির্বাচনে তৃণমূলকে হারাতে জোট বেঁধেছিল সিপিএম এবং বিজেপি৷ যদিও দুই দলেরই শীর্ষ স্তর থেকে এই ধরনের কোনও জোটের কথা স্বীকার করা হয়নি৷
এবার অবশ্য প্রকাশ্যেই তৃণমূলকে হারাতে সব দলকে জোট বাঁধার বার্তা দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী৷ এ দিন আসানসোলে দলের বৈঠকে যোগ দিতে গিয়ে তৃণমূলের মতো শক্তিকে হারাতে বিরোধী দলগুলিকে এক জায়গায় আসার পক্ষে সওয়াল করেন মিঠুন৷ মহাগুরু অবশ্য বুঝিয়ে দিয়েছেন এটি নেহাতই তাঁর ব্যক্তিগত মত৷ জোট নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার দলই নেবে৷ যদিও মিঠুন যখন এ দিন আসানসোলে একথা বলছেন, তখন অবশ্য তাঁর পাশেই ছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷
advertisement
সরকারি ভাবে এটা আমি বলতে পারিনা৷
advertisement
এ দিন আসানসোলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম শাসনের শেষ দিকের তুলনা টেনে আনেন মিঠুন৷ তিনি বলেন, 'তৃণমূল যখন সরকারে এসেছিল সবাই একজোট হয়েছিল৷ সিপিএমকে হারানোর জন্য৷ কংগ্রেস, তৃণমূল, এমন কি বিজেপি খুব ছোট হলেও পিছন থেকে সাপোর্ট দিয়েছিল৷ এটা এখন অস্বীকার করে লাভ নেই৷ তেমনই এ রকম একটা শক্তিকে হারাতে গেলে সবাইকে এক জায়গায় আসতেই হবে৷ মতাদর্শগত ভাবে আমাদের অবস্থান আলাদা হতে পারে, সেই জায়গাটা থাক না৷ কিন্তু এই ধরনের শক্তিকে হারাতে সবাইকে একজোট হতেই হবে৷ তবে এটা আমি সরকারি ভাবে বলতে পারি না৷'
advertisement
যদিও মিঠুনের এই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছেন সিপিএম নেতা শমীক লাহিড়ি৷ তিনি বলেন, 'উনি অত্যন্ত ভাল অভিনেতা৷ ওটাই করুন না৷ রাজনীতিটা করতে গিয়ে একবার বিপদে পড়ে মনে হচ্ছে শিক্ষা হয়নি৷ রাজনীতিতে মতাদর্শগত লড়াই এত সহজ নয়৷ '
advertisement
মহাজোটের প্রস্তাব নিয়ে মিঠুনকে তীব্র আক্রমণ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও৷ তিনি বলেন, 'এটা বলে তিনি স্বীকার করে নিচ্ছেন কোনও দলের পক্ষে তৃণমূলকে হারানো সম্ভব নয়৷ উনি যে দলের বায়না নিয়ে শীতকালের বাজারে মঞ্চে মঞ্চে অভিনয় করে বেড়াচ্ছেন, সেই দলের একার পক্ষে তৃণমূলকে হারানো সম্ভব নয়, সেটাও উনি স্বীকার করে নিলেন৷ তাছাড়া ২০১৪ সালে সাংসদ হয়ে বলেছিলেন কোনও দল তাঁকে সম্মান নেয়নি৷ মমতা যে সম্মান দিয়েছেন, তার জন্য ভাই হিসেবে তিনি সারাজীবন কৃতজ্ঞ থাকবেন৷ তাহলে কী এমন হল যে এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছন থেকে ছুরি মারার জন্য নামতে হল৷ কোন কেলেঙ্কারি থেকে বাঁচার জন্য এখন বিজেপি-র হয়ে গান গাইতে হচ্ছে? এটা আগে সবার সামনে মিঠুন চক্রবর্তী বলুক৷'
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mithun Chakraborty: তৃণমূলকে হারাতে মহাজোট চান মহাগুরু! পত্রপাঠ খারিজ সিপিএমের, জবাব দিলেন কুণাল
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement