Suvendu Adhikari: প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়ব! প্রণাম- সৌজন্য পর্ব মিটতেই মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর

Last Updated:

গতকাল, শুক্রবার শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর বিধানসভায় নিজের ঘরে ডেকে পাঠান৷

ফের মমতাকে আক্রমণ শুভেন্দুর৷
ফের মমতাকে আক্রমণ শুভেন্দুর৷
#ঠাকুরনগর: সৌজন্য সাক্ষাৎ, মুখ্যমন্ত্রীর তাঁকে ভাই বলে সম্বোধনের পর সবে চব্বিশ ঘণ্টা পার হয়েছে৷ ঠাকুরনগরে মতুয়াদের ঠাকুরবাড়িতে গিয়ে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পাশাপাশি তিনি বিরোধীদের কাছে আত্মসমর্পণ করেছেন বলেও এ দিন দাবি করেন বিরোধী দলনেতা৷
গতকাল, শুক্রবার শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর বিধানসভায় নিজের ঘরে ডেকে পাঠান৷ শুভেন্দু ছাড়াও মুখ্যমন্ত্রীর কাছে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, অশোক লাহিড়ি এবং মনোজ টিগ্গা৷ সূত্রের খবর, ঘরে ঢুকে মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন বিরোধী দলনেতা৷ দু' জনের মধ্যে কুশল বিনিময় হয়৷ মাত্র তিন-চার মিনিটের এই সাক্ষাৎই গতকাল থেকে রাজ্য রাজনীতির চর্চার বিষয় হয়ে উঠেছে৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে শুভেন্দুর এই সৌজন্য সাক্ষাৎ নিয়ে বিজেপি-র অন্দরেও শোরগোল পড়ে গিয়েছে৷
advertisement
advertisement
এ দিন দুপুরেই ঠাকুরনগরে মতুয়াদের ঠাকুর বাড়িতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী৷ সেখানেই শুক্রবারের সৌজন্য সাক্ষাৎ নিয়ে তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা৷ শুভেন্দু বুঝিয়ে দেন, সৌজন্যবোধ থেকেই মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়েছেন৷ কিন্তু মুখ্যমন্ত্রী এবং তাঁর সরকারকে আক্রমণের পথ থেকে সরছেন না তিনি৷
advertisement
বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হারিয়েছি৷ আমি এই ঠাকুরবাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, গণতান্ত্রিক ভাবে ওনাকে আমি পশ্চিমবঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানিয়ে ছাড়ব৷ আমি সংসদীয় ব্যবস্থার রীতিনীতি জানি৷ সেটা মেনে চলি৷ মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের কাছে আত্মসমর্পণ করেছেন৷ কিন্তু আমরা ছাড়ব না৷'
advertisement
ঘটনাচক্রে এ দিনই আবার শুভেন্দু অধিকারীর ভাই এবং তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে গিয়ে চা খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন৷ যদিও সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান শুভেন্দু৷ একই সঙ্গে তাঁর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রণাম প্রসঙ্গে দিলীপ ঘোষের করা মন্তব্য নিয়েও বিতর্ক বাড়াতে চাননি শুভেন্দু৷ শুধু বলেন, 'যে কেউ বয়সে বড় হলে প্রণাম করা যায়৷'
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়ব! প্রণাম- সৌজন্য পর্ব মিটতেই মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement