Suvendu Adhikari: প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়ব! প্রণাম- সৌজন্য পর্ব মিটতেই মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর

Last Updated:

গতকাল, শুক্রবার শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর বিধানসভায় নিজের ঘরে ডেকে পাঠান৷

ফের মমতাকে আক্রমণ শুভেন্দুর৷
ফের মমতাকে আক্রমণ শুভেন্দুর৷
#ঠাকুরনগর: সৌজন্য সাক্ষাৎ, মুখ্যমন্ত্রীর তাঁকে ভাই বলে সম্বোধনের পর সবে চব্বিশ ঘণ্টা পার হয়েছে৷ ঠাকুরনগরে মতুয়াদের ঠাকুরবাড়িতে গিয়ে ফের একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পাশাপাশি তিনি বিরোধীদের কাছে আত্মসমর্পণ করেছেন বলেও এ দিন দাবি করেন বিরোধী দলনেতা৷
গতকাল, শুক্রবার শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রীর বিধানসভায় নিজের ঘরে ডেকে পাঠান৷ শুভেন্দু ছাড়াও মুখ্যমন্ত্রীর কাছে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, অশোক লাহিড়ি এবং মনোজ টিগ্গা৷ সূত্রের খবর, ঘরে ঢুকে মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন বিরোধী দলনেতা৷ দু' জনের মধ্যে কুশল বিনিময় হয়৷ মাত্র তিন-চার মিনিটের এই সাক্ষাৎই গতকাল থেকে রাজ্য রাজনীতির চর্চার বিষয় হয়ে উঠেছে৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে শুভেন্দুর এই সৌজন্য সাক্ষাৎ নিয়ে বিজেপি-র অন্দরেও শোরগোল পড়ে গিয়েছে৷
advertisement
advertisement
এ দিন দুপুরেই ঠাকুরনগরে মতুয়াদের ঠাকুর বাড়িতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী৷ সেখানেই শুক্রবারের সৌজন্য সাক্ষাৎ নিয়ে তাঁকে প্রশ্ন করেন সাংবাদিকরা৷ শুভেন্দু বুঝিয়ে দেন, সৌজন্যবোধ থেকেই মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়েছেন৷ কিন্তু মুখ্যমন্ত্রী এবং তাঁর সরকারকে আক্রমণের পথ থেকে সরছেন না তিনি৷
advertisement
বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি হারিয়েছি৷ আমি এই ঠাকুরবাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, গণতান্ত্রিক ভাবে ওনাকে আমি পশ্চিমবঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানিয়ে ছাড়ব৷ আমি সংসদীয় ব্যবস্থার রীতিনীতি জানি৷ সেটা মেনে চলি৷ মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের কাছে আত্মসমর্পণ করেছেন৷ কিন্তু আমরা ছাড়ব না৷'
advertisement
ঘটনাচক্রে এ দিনই আবার শুভেন্দু অধিকারীর ভাই এবং তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাড়িতে গিয়ে চা খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন৷ যদিও সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে তা এড়িয়ে যান শুভেন্দু৷ একই সঙ্গে তাঁর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রণাম প্রসঙ্গে দিলীপ ঘোষের করা মন্তব্য নিয়েও বিতর্ক বাড়াতে চাননি শুভেন্দু৷ শুধু বলেন, 'যে কেউ বয়সে বড় হলে প্রণাম করা যায়৷'
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: প্রাক্তন মুখ্যমন্ত্রী করে ছাড়ব! প্রণাম- সৌজন্য পর্ব মিটতেই মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement