কামারপুকুর: মঙ্গলবার কামারপুকুরে পালিত হবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথি উৎসব। এদিন বহু দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমায়, বসে মেলা।
কামারপুকুরে উৎসব আগে মঠ চত্বর থেকে দোকানদারদের সাজো সাজোরব। দোকানদার এবং ব্যবসায়ীরা ভল বেচাকেনার আশায় শেষবেলার প্রস্তুতিতে। জানা যায়, দু'বছর করোনা আবহে বন্ধ ছিল অনুষ্ঠান। কিন্তু এবছর পালিত হবে উৎসব। স্থানীয় দোকানদারদের দাবি, ভাল ব্যবসা হবে।
আরও পড়ুন- ঝালদায় পরপর চুরির ঘটনায় আতঙ্ক, পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
স্থানীয় দোকানদার মালিক জানান, শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৮ তম জন্মতিথি। প্রত্যেক বছরই বহু মানুষ উৎসবে আসে।কিন্তু এবছর করোনা চলে যাওয়ার কারণে মঠ চত্বরের লোকের সমাগম বাড়ছে। সেই কারণে ভালরকমই ব্যবসা হবে।
সারা বছর ধরে মোটামুটি ব্যবসা চললেও ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের জন্ম তিথিতে ভিড় হয়। বহুদিন ধরে মেলা চলে । অন্যদিকে, ব্যবসায়ী স্বপন লাহা বলেন, গত বছরের খুব একটা বেচাকেনা হয়নি। কিন্তু শ্রীরামকৃষ্ণের জন্ম ও তিথির আগে প্রচুর মানুষের সমাগম হচ্ছে এবং ব্যবসা খুব ভাল চলছে সকলের।
আরও পড়ুন- প্রেমিকের নতুন গার্লফ্রেন্ড! ক্লাস ইলেভেনের মেয়ে তা জেনে যা কাণ্ড ঘটাল
তিনি আরও বলেন, এবছর আরও বেশি ব্যবসা ভাল হবে। আর সেই আশায় বসে আছেন ব্যবসায়ীরা। সারা বছর ধরে অনেকে অপেক্ষা করে থাকেন কামারপুকুরের উৎসব নিয়ে।
Suvojit Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kamarpukur, Sri Ramkrishna