South 24 Paragans News: প্রেমিকের নতুন গার্লফ্রেন্ড! ক্লাস ইলেভেনের মেয়ে তা জেনে যা কাণ্ড ঘটাল
- Published by:Debalina Datta
- hyperlocal
Last Updated:
ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পুরসভার ৯ ওয়ার্ডের কামরাবাদ ভৌমিক পার্ক এলাকায়। কামরাবাদ গার্লস স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী আত্মঘাতী।
সোনারপুর: মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পুরসভার ৯ ওয়ার্ডের কামরাবাদ ভৌমিক পার্ক এলাকায়। কামরাবাদ গার্লস স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী স্মৃতি মণ্ডলের সঙ্গে প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক প্রতিবেশী কামরাবাদ বয়েজ স্কুলের একাদশের ছাত্র বাবুসোনা হালদারের। সম্প্রতি বাবুসোনার সঙ্গে অন্য মেয়ের সম্পর্ক তৈরি হয়। বিষয়টি জানতে পেরে দুজনের ঝামেলা বাধে।
দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরে শনিবার সকাল থেকে তুমুল ঝগড়া হয়। স্মৃতির বাড়িতেও সেদিন সকালে একবার আসে বাবুসোনা। দুজনে কথা বললেও কোনও সমাধান হয়নি। বাবুসোনা চলে গেলে ফোনে দুজনের ফের তুমুল ঝগড়া হয়। ঘটনার সময় স্মৃতির বাবা ও মা কাজের জন্য বাইরে ছিল। বাড়িতে ঠাকুমা থাকলেও তিনি অন্য ঘরে ছিলেন। সেই অবস্থায় বাইরের গ্রিলে তালা মেরে ঘরের ভিতরে ঢুকে ভিডিও কল করে বাবুসোনাকে। নিজেরই ওড়না দিয়ে আত্মঘাতী হয় সে।
advertisement
advertisement
বাবুসোনার দিদি ও তার বন্ধু সুরভী মৃধা ভিডিও কলের বিষয়টি জানতে পেরে স্মৃতিকে এসে ডাকাডাকি করে। কোনও সাড়াশব্দ না পেয়ে আশেপাশের লোকজনকে ডেকে গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। ঘর থেকেই ঝুলন্ত অবস্থায় স্মৃতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
advertisement
এই ঘটনায় প্রেমিক ও তার পরিবারের বিরুদ্ধে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্মৃতির বাবা শম্ভু মণ্ডল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক বাবুসোনা ও তার পরিবার। স্মৃতির মোবাইল বাজেয়াপ্ত করেছে সোনারপুর থানার পুলিশ।
advertisement
Arpan Mandal
Location :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2023 4:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
South 24 Paragans News: প্রেমিকের নতুন গার্লফ্রেন্ড! ক্লাস ইলেভেনের মেয়ে তা জেনে যা কাণ্ড ঘটাল