Shiva Statue In Nabadwip: নবদ্বীপে তৈরি হল ৮০ ফুট উচ্চতার শিব মূর্তি! দর্শনার্থীরা ছুটে আসছেন এই ধামে!
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Shiva Statue In Nabadwip: নবদ্বীপ শহরের মনিপুর ঘাট রোড এলাকার এক পাশ দিয়ে বয়ে যাওয়া ভাগীরথী নদীর তীরবর্তী এলাকায় তৈরি হয়েছে এই মূর্তি
নবদ্বীপ: মন্দির নগরী চৈতন্য ভূমি নবদ্বীপ ধামে পর্যটকদের জন্য আরও একটি দর্শনীয় স্থান সংযোজন। নবদ্বীপ শহরের মনিপুর ঘাট রোড এলাকার এক পাশ দিয়ে বয়ে যাওয়া ভাগীরথী নদীর তীরবর্তী এলাকাটি, এখানেই শ্রীশ্রী ১০৮ তিনকরি গোস্বামীর সমাধিস্থল বা গৌরাঙ্গ বিহার- এ তিন করি গোস্বামী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠানিকভাবে উন্মোচন হল রাজ্যের মধ্যে এই প্রথম সর্ববৃহৎ মাটি থেকে আনুমানিক ৮০ ফুট উচ্চতার শিব মূর্তি।
এই শিব মূর্তির উদ্বোধন করেন শ্রী শ্রী বিনোদবিহারী দাস মহারাজ। এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের বহু বিশিষ্ট ব্যক্তিগণ বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ত সহ বিশিষ্টজনেরা। ইতিমধ্যেই বিশালাকৃতির শিবমূর্তি দর্শন করতে দেশের দূরান্ত থেকে অগণিত দর্শনার্থীরা ছুটে আসছেন নবদ্বীপ ধামে।
advertisement
advertisement
এ প্রসঙ্গে তিনকরি গোস্বামীর উত্তরাধিকারী গিরিগোপাল গোস্বামী জানান, তিনকরি গোস্বামীর সমাধিস্থল গৌরাঙ্গ বিহার নামে পরিচিত ওই স্থানে রাজ্যের সর্ববৃহৎ এই শিব বিগ্রহের উদ্বোধন হল এছাড়াও পরবর্তীকালে ওখানেই আরো একটি রাধামাধবের মন্দির তৈরি করা হবে বলে তিনি জানান। পাশাপাশি এখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে এবং উদ্বোধনের দিন এখানে পুজো পাট ও বিশেষ ধর্মীয় অনুষ্ঠান সহ অভিষেক অনুষ্ঠিত হয় বলে জন্য যাচ্ছে।
advertisement
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 28, 2025 6:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shiva Statue In Nabadwip: নবদ্বীপে তৈরি হল ৮০ ফুট উচ্চতার শিব মূর্তি! দর্শনার্থীরা ছুটে আসছেন এই ধামে!









