রঙিন আলোর ঝলকানি, রাজস্থানের শিশমহল এবার দুর্গাপুরে
- Published by:Rukmini Mazumder
Last Updated:
রাজস্থানের শিষমহলের আদলে তৈরি হয়েছে কালীপুজোর মণ্ডপ। দীপাবলীর রঙিন আলোয় সেজে উঠেছে মণ্ডপ, ভিড় করছেন বহু মানুষ
#দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: দুর্গাপুরে কালীপুজোর বিশেষ চমক। রাজস্থানের শিষমহলের আদলে তৈরি হয়েছে কালীপুজোর মণ্ডপ। দীপাবলীর রঙিন আলোয় সেজে উঠেছে মণ্ডপ, ভিড় করছেন বহু মানুষ। মণ্ডপের অন্দরসজ্জার জন্য ব্যবহার করা হয়েছে আট রকমের লাইট। মণ্ডপে রয়েছে থিমের প্রতিমা। যা মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করানো হয়েছে। রাজস্থানের শিষমহলের আদলে তৈরি হওয়া এই মণ্ডপ চলতি বছরে দুর্গাপুরবাসীর কাছে বিশেষ আকর্ষণ। মণ্ডপের উদ্বোধন করেছেন দুর্গাপুর পৌরসভার পুরো প্রশাসক তথা শহরের প্রাক্তন মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়। আলোর উৎসবে নানা রঙের আলোয় সেজে উঠেছে এই মণ্ডপ ও সংলগ্ন এলাকা।
ক্লাব উদ্যোক্তারা জানিয়েছেন, চলতি বছরে রজত জয়ন্তী উপলক্ষে বিশেষ আকর্ষণ হিসেবে রাজস্থানের শিষমহলের আদলে মণ্ডপ তৈরি করানো হয়েছে। বিগত দু'বছর করোনা মহামারীর জন্য সেই ভাবে পুজোর আয়োজন করা যায়নি। নমো নমো করে সারতে হয়েছিল পুজো। সেজন্যই এ বছর ২৫ তম বর্ষে বিশেষ আয়োজন রাজস্থানের শিষমহল।নবদ্বীপের শিল্পী এই মণ্ডপ তৈরি করেছেন। পাশাপাশি আলোকসজ্জার জন্য বাইরে থেকে আনানো হয়েছিল শিল্পী। এই রঙিন মণ্ডপ সকল দর্শনার্থীদের মন জয় করে নিচ্ছে সহজেই। উদ্যোক্তারা জানিয়েছেন, দূর্গা পুজোর পর আলোর উৎসব দীপাবলিতে শহরবাসীর আনন্দ দ্বিগুণ করতে এই আয়োজন।
advertisement
Nayan Ghosh
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 24, 2022 5:47 PM IST