'নারীতে দুর্গা মেলা' ঘিরে শোরগোল, আয়োজনে শুধুই নারীরা

Last Updated:

একই ছাতার তলায় নারীদের হাতে তৈরি নানা সৃষ্টিশীল ও মন কাড়া পণ্যের প্রদর্শনী ও বিক্রয়। শাড়ি, চুড়ি, কানের দুল, হস্তশিল্প, গৃহসজ্জার সামগ্রী, ঘরোয়া খাদ্যপণ্য আর‌ও কত কী

+
নারীতে

নারীতে দুর্গা মেলা

পুরুলিয়া, শান্তনু দাস: এ যেন নারীশক্তির এক অনন্য ও অনুপ্রেরণামূলক উৎসব। যেখানে নারীরাই নির্মাতা, নারীরাই উদ্যোক্তা এবং নারীরাই রূপকার। নারীদের হাতে তৈরি জিনিসপত্র বিক্রি করছেন নারীরাই। পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের ভ্যালেন্টাইন্স লজে আয়োজিত হয়েছে নারীশক্তির এক অপূর্ব উদযাপন ‘নারীতে দুর্গা মেলা’।
এই বিশেষ মেলার মূল আকর্ষণ, একই ছাতার তলায় নারীদের হাতে তৈরি নানা সৃষ্টিশীল ও মন কাড়া পণ্যের প্রদর্শনী ও বিক্রয়। শাড়ি, চুড়ি, কানের দুল, হস্তশিল্প, গৃহসজ্জার সামগ্রী, ঘরোয়া খাদ্যপণ্য আর‌ও কত কী। প্রতিটি জিনিসেই মিশে আছে একজন নারীর পরিশ্রম, স্বপ্ন, আর নিজের পায়ে দাঁড়ানোর দৃঢ় সংকল্প।
আরও পড়ুন: আবাসনের চাঙড় ভেঙে আহত ২ পথচারী, পানিহাটিতে মারাত্মক অভিযোগ
মেলার আয়োজনে ও পরিচালনায় রয়েছেন ‘আমরা নারী, আমরা পারি’ নামে একদল স্বনির্ভর নারী। এঁরা সমাজে নারীদের আত্মনির্ভর করে তুলতে নিরলস কাজ করে চলেছেন। তাঁদের বিশ্বাস, নারী যদি নিজের উপর বিশ্বাস রাখতে শেখে, তবে কোনও বাধাই তাকে থামিয়ে রাখতে পারবে না। মেলার প্রতিটি স্টলে, প্রতিটি পণ্যে ফুটে উঠেছে নারীর আত্মপ্রত্যয়, তার সৃষ্টিশীলতা ও জেদের প্রতিচ্ছবি।
advertisement
advertisement
আরও পড়ুন: আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এই গুরুত্বপূর্ণ সেতু!
ঘর সামলানোর পাশাপাশি সমাজে নিজের স্থান করে নিতে এগিয়ে এসেছেন এই নারীরা। উদ্যোক্তাদের মধ্য থেকে অরুণিমা চন্দ্র বলেন, আজও সমাজে নারীরা অব-মূল্যায়িত হয়। ঘরের সব কাজ সামলেও দিনের শেষে প্রশ্ন আসে, ‘তোমরা করোটা কী?’ এই মেলা সেই প্রশ্নের জবাব। আমরা প্রমাণ করতে চাই, আমরা নারী, আমরা পারি।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'নারীতে দুর্গা মেলা' ঘিরে শোরগোল, আয়োজনে শুধুই নারীরা
Next Article
advertisement
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন? চট করে অনেকের মাথাতেই আসবে না...
  • ঘি-কে ইংরেজিতে কী বলা হয় জানেন?

  • চট করে অনেকের মাথাতেই আসবে না.

  • দেখে নিন সঠিক উত্তরটা

VIEW MORE
advertisement
advertisement