Nadia News: শোকস্তব্ধ কালীপুজোর শোভাযাত্রা, নিরঞ্জনে যাওয়া প্রতিমার গাড়ির তলায় চাপা পড়ে বেঘোরে প্রাণ হারালেন মহিলা

Last Updated:

Nadia News : বিষন্ন শোভাযাত্রা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। কোনও রকম ভাবে কালী মায়ের প্রতিমা জলে বিসর্জন দিয়ে একে একে সকলেই হাসপাতালে আসেন শেষবারের জন্য দেখতে।

মৃত মহিলা
মৃত মহিলা
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: কালী প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় গিয়ে মৃত্যু পঞ্চাশোর্ধ এক মহিলার। মাতৃহারা তিন সন্তান। ঘটনা নদিয়ার শান্তিপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিশ্ব সুখ পল্লী এলাকার। ওই এলাকার বাসিন্দা সুজলা কবিরাজ এদিন কালী প্রতিমা নিরঞ্জনের জন্য পরিবারের সকলের সঙ্গেই বেরিয়েছিলেন নিরঞ্জনের শোভাযাত্রায়।
পরিবারের সূত্রে জানা যায়, ঠাকুরের গাড়ি এবং পেছনে থাকা শোভাযাত্রারই একটি মোটর ভ্যানের মাঝখানে তিনি চলে আসেন। একটি বাচ্চাকে গাড়ি থেকে নামাতে গেলে পেছনে থাকা মোটর ভ্যান অসাবধানতা বসত সামনের গাড়িতে গিয়ে ধাক্কা মারে। পেছনের ইঞ্জিনভ্যানের ধাক্কাতে সেখানে গুরুতর আহত হয়ে হন সুজলা দেবী। এরপর এলাকাবাসী তাকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলেও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সুজলা দেবীর।
advertisement
advertisement
অন্যদিকে বাচ্চাটিকে প্রাথমিক চিকিৎসা করানোর পর অল্পের জন্য প্রাণে বাঁচে সে। তবে ঠিক কি পরিস্থিতি হয়েছিল তা বলতে পারছেন না অনেকেই। কারণ শোভাযাত্রায় আনন্দে মাতোয়ারা ছিলেন সকলেই। তবে অনেকে অনুমান করছেন, যথেষ্ট উঁচু ট্রাক্টরের ওপর বসানো সারিবদ্ধ বাচ্চাদের মধ্যে কেউ হয়তো নামতে চেয়েছিল। আর তাকে নামাতে গিয়েই হয়ত এই দুর্ঘটনা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কাউকে দোষারোপ করা হয়নি। সুজলা দেবী স্বামী বহুদিন আগেই গত হয়েছেন। বর্তমানে তার দুই পুত্র সন্তান এবং এক কন্যা সন্তান রয়েছে। এই ঘটনায় রীতিমত শোকগ্রস্ত গোটা পরিবার। দুর্ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ যায় হাসপাতালে এবং মৃতার পরিবারের সঙ্গে কথা বলে এবং দেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠানোর ব্যবস্থা করে। বিষন্ন শোভাযাত্রা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। কোনও রকম ভাবে কালী মায়ের প্রতিমা বিসর্জন দিয়ে সকলেই পৌঁছে যান হাসপাতালে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: শোকস্তব্ধ কালীপুজোর শোভাযাত্রা, নিরঞ্জনে যাওয়া প্রতিমার গাড়ির তলায় চাপা পড়ে বেঘোরে প্রাণ হারালেন মহিলা
Next Article
advertisement
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
  • সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি

  • দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement