দুঃস্থ শিশুদের মুখে ফুটল হাসি! SRK CFC ফ্যান ক্লাবের ১২ বছর, কীভাবে উদযাপন করল দেখলে মুগ্ধ হবেন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Rintu Panja
Last Updated:
Shah Rukh Khan Fan Club: ২০১৩ সালে ২৮ অগাস্ট শাহরুখ খানের নামে একটি ফ্যান ক্লাবের সূচনা হয়
আসানসোল, রিন্টু পাঁজাঃ শাহরুখ খান নামটা শুনলেই মনের মধ্যে একটা আলাদা অনুভূতি, অনুপ্রেরণা জাগে। তাঁর কথা বলার ধরণ, চলাফেরার ভঙ্গি- সবই যেন দর্শকদের মন্ত্রমুগ্ধ করে। সেই জন্যই হয়তো তাঁর ঝুলিতে এত হিট ছবি। দুর্দান্ত অভিনয়ের জন্য দেশ-বিদেশে তাঁর বহু অনুরাগী রয়েছেন। সেই বিশিষ্ট অভিনেতা শাহরুখ খানের নামে রয়েছে একটি ফ্যান ক্লাব SRK CFC।
SRK CFC ফ্যান ক্লাব আজ তাঁদের ১২ বছরের পথচলা পূর্ণ করল। ২০১৩ সালে ২৮ অগাস্ট শাহরুখ খানের নামে একটি ফ্যান ক্লাবের সূচনা হয়। সেই ফ্যান ক্লাবের কর্ণধার ডক্টর সুধীর কোঠারী শাহরুখের খুব কাছের। তাঁর এই ফ্যান ক্লাব সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় সমাজের জন্য কাজ করে থাকে।
আরও পড়ুনঃ রাস্তা বেহাল, টাকা বরাদ্দ হলেও থমকে কাজ! কবে শুরু হবে? অবশেষে বড় আপডেট দিলেন বিডিও
এদিন যেমন সমাজের পিছিয়ে পড়া, দুঃস্থ ছেলেমেয়েদের নিয়ে SRK CFC পাণ্ডুয়ার পক্ষ থেকে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যাডমিন সুমন নন্দন এবং তাঁর সাহযোগীদের নিয়ে ওই দিনটি পালন করা হয়। সেখানে শাহরুখ খানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি কেক কেটে ১২তম বর্ষ উৎযাপন করেন সকলে।
advertisement
advertisement
SRK CFC ফ্যান ক্লাবের পক্ষ থেকে পাণ্ডুয়া থেকে আসা সুমন নন্দন বলেন, আজ আমাদের ১২ বছরের পথচলা সম্পূর্ণ হল। আমরা মূলত শাহরুখ খানের প্রথম কোনও সিনেমা রিলিজ হলে উৎযাপন করি, শাহরুখ খানের জন্মদিনে আমরা মুম্বই যাই। তাঁর কোনও অনুষ্ঠান হলে সেখানে আমরা উৎযাপন করি। আমরা চাই এই ফ্যান ক্লাব আরও ১২০ বছর এগিয়ে যাক।
advertisement
আরও পড়ুনঃ প্রবীণদের মুখে হাসি ফোটাতে নবীনদের বড় উদ্যোগ, দুর্গাপুজোয় চমক ‘এই’ গ্রামে
আসানসোল নডিয়া এলাকায় রয়েছে ইউনাইটেড হোপ ফাউন্ডেশন। সেখানে সমাজের পিছিয়ে পড়া দুঃস্থ ছেলেমেয়েদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে এই স্বেচ্ছাসেবী সংস্থা। পড়াশোনা থেকে শুরু করে বাচ্চাদের যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র তাঁরা প্রদান করে থাকেন। আজ ইউনাইটেড হোপ ফাউন্ডেশনের সঙ্গে SRK CFC পাণ্ডুয়া একত্রিত হয়ে বিশেষ দিনটি উদযাপন করল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
SRK CFC-র ১২ বছরের পথচলা সম্পূর্ণ করা উপলক্ষে এদিন একটি কেক কাটা হয়। পাশাপাশি দুঃস্থ ছেলেমেয়েদের হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। শাহরুখ খানের বিভিন্ন সিনেমার গানে নৃত্য অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। সব মিলিয়ে আনন্দ অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপিত হল এই বিশেষ দিন।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 28, 2025 3:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দুঃস্থ শিশুদের মুখে ফুটল হাসি! SRK CFC ফ্যান ক্লাবের ১২ বছর, কীভাবে উদযাপন করল দেখলে মুগ্ধ হবেন