রাস্তা বেহাল, টাকা বরাদ্দ হলেও থমকে কাজ! কবে শুরু হবে? অবশেষে বড় আপডেট দিলেন বিডিও
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Road Construction: দেড় বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি রাস্তা তৈরির কাজ
পিংলা, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালিঃ পথশ্রী প্রকল্পের বোর্ড বসেছে। বরাদ্দ করা হয়েছে প্রায় ৩ কোটি টাকা। কিন্তু দেড় বছর পেরিয়ে গেলেও রাস্তা তৈরির কাজ শুরু হয়নি। যার জেরে সমস্যায় পড়েছেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে এলাকাবাসী। বর্ষা শেষ হলেই কাজ শুরু হবে বলে জানিয়েছেন বিডিও।
পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ৬ নং ক্ষীরাই গ্রাম পঞ্চায়েতের ক্ষীরাই গ্রাম পঞ্চায়েতের কার্যালয় থেকে সাহাড়দা হাইস্কুল পর্যন্ত ৬ কিমি রাস্তার হাল বেহাল। সেই নিয়ে সমস্যায় পড়েছেন এলাকাবাসী, পড়ুয়া ও নিত্যযাত্রীরা।
আরও পড়ুনঃ হাইটেনশন তারের নিচে অবৈধ নির্মাণ! হঠাৎ বিদ্যুতের ঝটকা, ছিটকে গেলেন শ্রমিক, মুহূর্তে সব শেষ
গত বছরের মার্চ মাসে কাজ শুরু হওয়ার কথা। সেই মতো বোর্ড বসেছে। প্রায় ৩ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। এরপর দেখতে দেখতে প্রায় দেড় বছর হতে চলল, কিন্তু এখনও রাস্তার কাজ শুরু হয়নি। ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছেন এলাকাবাসী, পড়ুয়া, নিত্যযাত্রীরা। তাঁরা চান দ্রুত রাস্তা তৈরি করুক প্রশাসন।
advertisement
advertisement
এই বিষয়ে পিংলা ব্লকের বিডিও লাকপা ওয়াংচু শেরপা জানান, রাস্তা তৈরির জন্য ইতিমধ্যে দুই দিকের গাছ কাটা হয়ে গিয়েছে। বর্ষার জন্য কাজ শুরু হয়নি। বর্ষা পেরোলেই কাজ শুরু হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 28, 2025 2:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাস্তা বেহাল, টাকা বরাদ্দ হলেও থমকে কাজ! কবে শুরু হবে? অবশেষে বড় আপডেট দিলেন বিডিও