West Medinipur news: ঘাটালে বন্যার জল এখনও কমছে না! ভোগান্তিতে একাধিক গ্রাম
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
নিম্নচাপের জেরে জলস্ফীতি শিলাবতী ও ঝুমি নদীতে, প্লাবিত ঘাটাল শহর ও বিস্তীর্ণ গ্রামীণ এলাকা। দক্ষিণবঙ্গজুড়ে টানা বৃষ্টি এবং নিম্নচাপের প্রভাবে ফের আশঙ্কাজনকভাবে জল বাড়তে শুরু করেছে ।
পশ্চিম মেদিনীপুর: নিম্নচাপের জেরে জলস্ফীতি শিলাবতী ও ঝুমি নদীতে, প্লাবিত ঘাটাল শহর ও বিস্তীর্ণ গ্রামীণ এলাকা। দক্ষিণবঙ্গজুড়ে টানা বৃষ্টি এবং নিম্নচাপের প্রভাবে ফের আশঙ্কাজনকভাবে জল বাড়তে শুরু করেছে ঘাটালের শিলাবতী ও ঝুমি নদীতে। এর ফলে ঘাটাল শহরের একাধিক ওয়ার্ডসহ আশেপাশের বিস্তীর্ণ গ্রামীণ এলাকা বন্যা কবলিত হয়েছে।
বিগত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে নদীর জলস্তর দ্রুত বেড়ে চলেছে। ইতিমধ্যেই ঘাটাল পৌরসভার বিভিন্ন নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে পৌরসভার দুই নম্বর ওয়ার্ড এলাকায় রাজ্য সড়কের উপর দিয়ে বইছে নদীর জল। রাস্তা জলের তলায় চলে যাওয়ায় স্বাভাবিক যানচলাচল ঠিক মত হচ্ছে না, শহর থেকে গ্রামে, সর্বত্রই এখন এক উদ্বেগজনক চিত্র।
advertisement
advertisement
কোথাও ঘরের দোরগোড়া পর্যন্ত জল উঠে এসেছে, কোথাও মানুষ পায়ে হেঁটে জল পেরিয়ে রোজকার কাজ সারছেন। অনেক জায়গায় ছোট ছোট নৌকা বা ডিঙি ভরসা করে চলছে যাতায়াত। বাসিন্দারা জানাচ্ছেন, এই পরিস্থিতি বছরের পর বছর দেখলেও প্রতিবার নতুন করে দুর্ভোগ দেখা দেয় ।
advertisement
স্থানীয় বাসিন্দা জানান, “প্রতিবার বর্ষার মরসুম এলেই আমাদের এই দুর্দশা। বাড়ির চারপাশে জল, রাস্তাঘাট ডুবে যাওয়া, বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া – এসবই আমাদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায়। দ্রুত যদি জল নামানোর ব্যবস্থা না হয়, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।” ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, “আমরা পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি। বৃষ্টি অব্যাহত থাকায় নদীর জলস্তর বাড়ছে, তবে এখনই আতঙ্কিত হওয়ার মত পরিস্থিতি তৈরি হয়নি। প্রতিটি জলমগ্ন এলাকায় নজরদারি চালান হচ্ছে প্রশাসনের তরফ থেকে।”
advertisement
এদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে ঘাটাল মহকুমার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।উল্লেখযোগ্যভাবে, প্রতি বর্ষা মৌসুমে ঘাটাল ও তার সংলগ্ন অঞ্চলগুলিতে এমন জলবন্দি অবস্থার সৃষ্টি হয়। বহু বছর ধরে ঘাটাল মাস্টারপ্ল্যান বাস্তবায়নের দাবি জানান হলেও তা এখনও অধরা থেকে গেছে। এলাকার মানুষ মনে করছেন, স্থায়ী সমাধান না হলে এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে না কখনও।
advertisement
মিজানুর রহমান
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 29, 2025 4:30 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur news: ঘাটালে বন্যার জল এখনও কমছে না! ভোগান্তিতে একাধিক গ্রাম