South 24 Parganas News: চম্পাহাটিতে চলল জেসিবি! ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল পথের ধারে থাকা একাধিক দোকান! কেন জানেন
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
ফুটপাত দখল মুক্ত করতে নামানো হলো জেসিবি গাড়ি ভাঙ্গা হলো একাধিক অবৈধ দোকান
সুমন সাহা, দক্ষিণ ২৪ পরগনা: যানজট এড়াতে এবার ফুটপাত দখল মুক্ত অভিযানে নামল চম্পাহাটি পঞ্চায়েত। ভেঙে গুড়িয়ে দেওয়া হল অবৈধভাবে ফুটপাতে গজিয়ে ওঠা একাধিক দোকান। সোমবার সকাল থেকেই চম্পাহাটি সাউথগড়িয়া বটতলা থেকে চম্পাহাটি রেলগেট পর্যন্ত হকার উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। চম্পাহাটির রাস্তায় দীর্ঘদিনের যানজট সমস্যা মেটাতে অবশেষে হকার উচ্ছেদ কর্মসূচি গ্রহণ করল স্থানীয় পঞ্চায়েত। এদিন চম্পাহাটি পঞ্চায়েত প্রধানের উপস্থিতিতে সকাল থেকেই জেসিবি গাড়ি দিয়ে রাস্তার ধারে অবৈধভাবে গজিয়ে ওটা একাধিক দোকান ভাঙার কাজ শুরু হয়। পঞ্চায়েত প্রধান অসিত বরণ মন্ডল বলেন, চামপাটি রাস্তায় যানজট এলাকার মানুষের কাছে দীর্ঘদিনের যন্ত্রণা। ফুটপাত দখল মুক্ত করার জন্য তিন মাস আগে থেকে ব্যবসায়ীদের হাতে নোটিশ ধরানো হয়েছিল, কিন্তু তারা কোন গুরুত্ব না দেওয়ায় অবশেষে ফুটপাত দখলমুক্ত অভিযানে নামতে হল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 09, 2025 7:10 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: চম্পাহাটিতে চলল জেসিবি! ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল পথের ধারে থাকা একাধিক দোকান! কেন জানেন