West Bengal flood situation: ফুঁসছে ভাগীরথী, নতুন করে বন্যা পূর্ব বর্ধমানের বহু এলাকায়! বন্ধ হল ফেরি চলাচল

Last Updated:

West Bengal flood situation: ভাগীরথীর জল উপচে ঢুকছে কৃষিজমিতে। ফলে নতুন করে প্লাবিত পূর্ব বর্ধমানের কালনা মহকুমার ভাগীরথী তীরবর্তী বেশ কিছু এলাকা।

বন্যা বেশ কিছু এলাকায়। প্রতীকী ছবি।
বন্যা বেশ কিছু এলাকায়। প্রতীকী ছবি।
পূর্ব বর্ধমান: ভাগীরথীর জল উপচে ঢুকছে কৃষিজমিতে। ফলে নতুন করে প্লাবিত পূর্ব বর্ধমানের কালনা মহকুমার ভাগীরথী তীরবর্তী বেশ কিছু এলাকা। নদীতে জল বাড়ায় ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দিল জেলা প্রশাসন। অন্য দিকে দামোদরের জল বাড়ায় প্লাবিত হয়ে রয়েছে জামালপুর রায়নার বেশ কিছু এলাকা।
ভাগীরথীতে বাড়তে শুরু করেছে জলস্তর। চাষের জমি পেরিয়ে সেই জল ঢুকে পড়ছে এলাকায়। নতুন করে প্লাবনের খবর পেয়ে রাতেই এলাকা পরিদর্শনে বেরিয়ে পড়লেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। পাশাপাশি বৃহস্পতিবার গভীর রাতে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের ব্লক অফিসের জরুরি বৈঠক করলেন কালনা মহকুমা শাসক শুভম আগরওয়াল, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বিডিও সঞ্জয় সেনাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক-সহ অন্যান্যরা।
advertisement
advertisement
পূর্বস্থলী ১ নম্বর ব্লক অফিসে খোলা হল কন্ট্রোল রুম। সেখানেও হাজির ছিলেন তাঁরা। উল্লেখ্য পূর্বস্থলী ১ নম্বর ব্লকের জালুইডাঙ্গা, কিশোরীগঞ্জ, মনমোহনপুর-সহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। দুর্গতদের ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হচ্ছে।
advertisement
ভাগীরথী নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ফেরি চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করল জেলা প্রশাসন। যাত্রীদের  নিরাপত্তার কারণে ভাগীরথী নদীর ওপরে থাকা কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাটে নৌকা চলাচল বন্ধ আছে। নদীয়া জেলার সঙ্গে পূর্ব বর্ধমান জেলার অন্যতম যোগাযোগকারী ফেরিপথ হল বল্লভপাড়া ফেরিঘাট। কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট বন্ধ থাকায় যাত্রীরা সমস্যায় পড়েছে। তবে পরবর্তী ঘোষনা না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।
advertisement
ফেরি ঘাটের কর্মী জানান, ভাগীরথী নদীতে জল বেড়ে যাওয়ায় প্রশাসন  ফেরিঘাটে নৌকা চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এছাড়া নদীর জলে ভেসে আসা কচুরিপানার সঙ্গে গাছের ডালপালা নৌকার মোটরের পাখায় জড়িয়ে যাওয়ার আশঙ্কা আছে। এতে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়ে নৌকা নিয়ন্ত্রণ হারাতে পারে। ফেরি ঘাটের কর্মী সোমনাথ ঘোষ বলেন, প্রশাসন নির্দেশ দিলে পুনরায় ফেরি সার্ভিস চালু করা হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal flood situation: ফুঁসছে ভাগীরথী, নতুন করে বন্যা পূর্ব বর্ধমানের বহু এলাকায়! বন্ধ হল ফেরি চলাচল
Next Article
advertisement
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
‘কোনও অপরাধী যেন ছাড় না পায়!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ অমিত শাহের
  • অমিত শাহ দিল্লি বিস্ফোরণ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে নির্দেশ দিয়েছেন, অপরাধীদের কঠোর শাস্তি দিতে হবে.

  • জম্মু-কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা উমর মহম্মদ, পেশায় চিকিৎসক, বিস্ফোরক গাড়িটি চালাচ্ছিলেন.

  • দিল্লি, গুরগাঁও, নোয়ডা এবং গাজিয়াবাদে নিরাপত্তা জোরদার করা হয়েছে, চলছে কড়া তল্লাশি.

VIEW MORE
advertisement
advertisement