Hooghly news: ৬২৯ বছরের রথযাত্রা! উৎসব উপলক্ষে নিরাপত্তার চাদরে মুড়ছে শ্রীরামপুর, জোরকদমে প্রস্তুতি

Last Updated:

গত বছরের তুলনায় এই বছর আরও অধিক পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছে পুলিশ কমিশনার। একইসঙ্গে সিভিল ড্রেসে থাকবে অ্যান্টি ক্রাইম স্কোয়াড।

+
পুলিশ

পুলিশ প্রশাসনের নজরদারি চলছে এলাকায়

হুগলি: আগামী ২৭ জুন রথযাত্রা। শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা দেশের দ্বিতীয় প্রাচীন। এবছর ৬২৯ বর্ষে পড়েছে মাহেশ জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। রথযাত্রায় প্রতি বছর হাজার হাজার ভক্ত সামিল হন। এবারও তার অন্যথা হবেনা। তাই আগেভাগে রথের প্রস্তুতি খতিয়ে দেখছে জেলা প্রশাসনের আধিকারিকেরা।
আজ শ্রীরামপুরে রথের যাত্রা যে পথে হয় সেই জিটি রোডের উপর সব কিছু ঠিক আছে কি না দেখেন তাঁরা। পরে মাহেশ জগন্নাথ মন্দিরের সেবাইতদের সঙ্গে স্থানীয় জন প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন তাঁরা। ছিলেন জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন, ডিসিপি শ্রীরামপুর অর্নব বিশ্বাস, এসডিও শম্ভুদীপ সরকার, শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা।
advertisement
পুলিশ কমিশনার জানান, জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে আলোচনা হয়েছে। মাহেশের রথের বহু মানুষের ভিড় হয়। সেই ভিড়কে কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, মানুষের যাতে কোন অসুবিধা না হয় সেই বিষয়গুলোও দেখা হবে। বিভিন্ন জায়গায় সিসিটিভি ওয়াচ টাওয়ার থাকবে।রথে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রস্তুত থাকবে প্রশাসন। জেলা শাসক জানান,রথযাত্রার উৎসব যাতে শান্তিপূর্ণভাবে কাটে তার জন্য প্রশাসন সব দিক থেকেই প্রস্তুত আছে।
advertisement
advertisement
গত বছরের তুলনায় এই বছর আরও অধিক পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছে পুলিশ কমিশনার। একইসঙ্গে সিভিল ড্রেসে থাকবে অ্যান্টি ক্রাইম স্কোয়াড। রথের সময় অসাধু ব্যক্তিদের আনাগোনা বেড়ে যায়, যারা চুরি ছিনতাইয়ের মতো কাজ করে থাকে তাদের জব্দ করতেও একাধিক পদক্ষেপক রছে পুলিশ। গোটা শ্রীরামপুরকে মুড়ে ফেলা হচ্ছে নিরাপত্তার বেষ্টনীতে। জায়গায় জায়গায় লাগানো হচ্ছে সিসি ক্যামেরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly news: ৬২৯ বছরের রথযাত্রা! উৎসব উপলক্ষে নিরাপত্তার চাদরে মুড়ছে শ্রীরামপুর, জোরকদমে প্রস্তুতি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement